ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ফিচার

ইতিহাসে এই দিন ১৪ জুলাই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১০
ইতিহাসে এই দিন ১৪ জুলাই

ঘটনা
১৬৩৬ সালে শাহজাহান আওরঙ্গজেবকে দাক্ষিণাত্যের রাজপ্রতিনিধি নিয়োগ করেন।
১৭৮৯ সালে বাস্তিল দুর্গের পতনের ভেতর দিয়ে ঐতিহাসিক ফরাসি বিপ্লব সংঘটিত হয়।


১৭৯৯ সালে সিলেটের আগা মোহাম্মদ রেজা বেগ ‘ফিরিঙ্গি হুকুমত’-এর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে সম্মুখযুদ্ধে লিপ্ত হন।
১৮৬৭ সালে আলফ্রেড নোবেল প্রথমবারের মতো ডিনামাইটের কার্যকারিতা প্রদর্শন করেন।
১৯১৮ সালে টর্পেডোর আঘাতে ভূমধ্যসাগরে ডেমনা জাহাজ ডুবে গেলে ৪৪২ জনের মৃত্যু হয়।
১৯৩০ সালে বিবিসি সর্বপ্রথম টেলিনাটক সম্প্রচার করে।


ব্যক্তি
১৯০৭ সালে রসায়নবিদ ও উদ্ভাবক স্যার উইলিয়াম হেনরি পারকিনের মৃত্যু।
১৯০৪ সালে নোবেলজয়ী [১৯৭৮] পোলিশ সাহিত্যিক আইজ্যাক সিঙ্গারের জন্ম।
১৯১৮ সালে সুইডিশ চলচ্চিত্রকার ইনগ্রিড বার্গমানের জন্ম।
১৯৫৪ সালে নোবেলজয়ী [১৯২২] স্পেনীয় নাট্যকার বেনাভেন্তেই মার্তিনেসের মৃত্যু।
১৯৭১ সালে রসায়নবিদ পুলিনবিহারী সরকারের মৃত্যু।
১৯৮৩ সালে তেলেগু কবি শ্রীবঙ্গম শ্রীনিবাস রাওর মৃত্যু।









বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।