ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ফিচার

চার লাখ বছর আগের মানুষ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১০
চার লাখ বছর আগের মানুষ!

আধুনিক মানুষের পূর্বপুরুষের সন্ধান পাওয়া গিয়েছে বলে ধারণা করছেন ইসরায়েলের প্রত্নতত্ত্ববিদরা। আর এটা সত্য হলে মানুষের উৎপত্তি তত্ত্ব চ্যালেঞ্জের মুখে পড়বে।

প্রত্নতত্ত্ববিদরা ২৭ ডিসেম্বর সোমবার এ তথ্য জানিয়েছেন।

ইসরায়েলের মধ্যাঞ্চলে খনন করা গুহা থেকে চার লাখ বছরের প্রাচীন দাঁত খুঁজে পাওয়া গেছে যার সঙ্গে বৈজ্ঞানিকভাবে হোমো সেপিয়েন্স নামে পরিচিত আধুনিক মানুষের মিল আছে। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এটি গুহাটি খনন করেন।

গবেষকরা বলছেন, আধুনিক মানুষের নিকটাত্মীয় নিয়েনডার্থেলের সঙ্গে নতুন আবিষ্কৃত মানুষের মিল রয়েছে।

প্রত্নতত্ত্ববিদ অ্যাভি গুফের তার অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘এ আবিষ্কারের কথা জানতে পেরে খুবই শিহরণ বোধ করছি। ’

গুফের ও দলের সদস্যরা সন্ধান পাওয়া দাঁতগুলোর এক্স-রে এবং সিটি স্ক্যান করেন এবং ভূমির বিভিন্ন স্তরের সময় অনুযায়ী এগুলোর বয়স নির্ধারণ করেন।

তবে তাদের দাবিকে জোরালো করার জন্য আরও গবেষণার প্রয়োজন বলেও গুফে জানান। আর তা সত্যি বলে প্রমাণিত হলে বিবর্তনের পুরো দৃশ্যপটই বদলে যাবে বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞানের গ্রহণযোগ্য ব্যাখ্যা অনুযায়ী  হোমো সেপিয়েন্সের উৎপত্তি আফ্রিকায় এবং পরে এরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে।

তবে উৎপত্তি সন্ধানের ক্ষেত্রে দাঁতের তুলনায় মাথার খুলি অনেক বেশি কার্যকর প্রমাণ বলে জানান ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ইতিহাসবিষয়ক বিশেষজ্ঞ স্যার পল মেলারস।  

এদিকে, খননকাজ অব্যাহতভাবে চললে তার দলের খুলি ও অন্যান্য হাড় পাওয়ার বিষয়ে আশাবাদী ইসরায়েলের প্রত্মতত্ত্ববিদ গুফের।

বাংলাদেশ সময় ১৭৫১, ডিসেম্বর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।