ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ফিচার

ইতিহাসে এই দিন ১৩ নভেম্বর, শনিবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১০
ইতিহাসে এই দিন ১৩ নভেম্বর, শনিবার

ঘটনা
১৮০৫ সালে ফরাসিরা ভিয়েনা দখল করে নেয়।
১৮৩৫ সালে টেক্সাসে মেক্সিকোর কাছে থেকে আলাদা হয়ে স্বাধীনতা ঘোষণা করে।


১৮৭২ সালে সাপ্তাহিক ‘সমাজ দর্পণ’ প্রকাশিত হয়।
১৯২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জাপানের মধ্যে প্যাসিফিক চুক্তি হয়।
১৯৫০ সালে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি সি. দাইগাদো কালবাউন্দ নিহত হন।
১৯৮৯ সালে আকস্মিক ধসে পশ্চিমবঙ্গের রাণীগঞ্জের কয়লাখনির অভ্যন্তরে ৭১ জন শ্রমিক আটকে পড়ে। পরে বিশেষজ্ঞদের সহায়তায় ক্যাপসুলের সাহায্যে ৬৫ জনকে জীবিতাবস্থায় উদ্ধার করা হলে এই উদ্ধার পদ্ধতি বিশ্বে বিস্ময়ের সৃষ্টি করে।

ব্যক্তি
১৮৪৭ সালে সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের জন্ম।
১৮৫০ সালে স্কটিশ কথাসাহিত্যিক লুইস স্টিভেনসনের জন্ম।
১৯০৭ সালে ইংরেজ কবি ফ্রান্সিস টমসনের মৃত্যু।
১৯৪৮ সালে জন্ম গ্রহণ করেন জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ।

বাংলাদেশ স্থানীয় সময় ০০১৫, নভেম্বর ১৩, ২০১০            

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।