ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ফিচার

‘পর্যটনে বাংলাদেশ’ বইয়ের জন্য লেখা আহবান

স্টাফ রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১০
‘পর্যটনে বাংলাদেশ’ বইয়ের জন্য লেখা আহবান

রাজধানীর এক প্রকাশনা সংস্থা লেখক-সাংবাদিক নাসিম আনোয়ার ও তরুণ সাংবাদিক ফরিদুল মোস্তফা খানের সম্পাদনায় ‘পর্যটনে বাংলাদেশ’ নামে একটি বই প্রকাশের উদ্যোগ নিয়েছে।

প্রকাশিতব্য বইটির জন্য বাংলাদেশের পর্যটনশিল্প সংশ্লিষ্ট লেখা, দলিল ও স্থিরচিত্র আহ্বান করা হয়েছে।



আগামী ১০ ডিসেম্বরের মধ্যে এসব লেখা, দলিল বা স্থিরচিত্র নাসিম আনোয়ার, বাড়ি ৩১৭/১০, সড়ক ১২, তিলপাপাড়া, খিলগাঁও, ঢাকা-১২১৯ বা ফরিদুল মোস্তফা খাঁন প্রিন্টটেক, থানা রোড, কক্সবাজারের ঠিকানায় পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনে ফোন : ০১৯১১৭৮৮৩০৬ ও ০১৭২৭৭৯৬০৭৯।

বইটি বিশ্ববাসীর কাছে বাংলাদেশের পর্যটনশিল্প সম্পর্কে বিস্তারিত ধারণা তুলে ধরবে বলে আশা করছেন সম্পাদকরা।

বাংলাদেশ স্থানীয় সময় ২২৪০, অক্টোবর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।