ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফিচার

ইতিহাসে এই দিন ১২ অক্টোবর, মঙ্গলবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১০
ইতিহাসে এই দিন ১২ অক্টোবর, মঙ্গলবার

ঘটনা
১৪৯২ সালে কলম্বাস পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে পৌঁছালে আমেরিকা মহাদেশ আবিষ্কৃত হয়।
১৯০৯ সালে কলকাতায় অনুশীলন সমিতি নিষিদ্ধ ঘোষিত হয়।


১৯৬৪ সালে তিন রুশ নভোচারী ভøাদিমির কোমানভ, কনস্তানতিন ফিওক্তিস্তভ ও বোসি ইয়োগোরভ ভস্তক-২৪ নভোযান মহাশূন্যে পাড়ি দেন এবং ২৪ ঘণ্টা ১৭ মিনিট মহাশূন্যে ভ্রমণ শেষে ভূ-পৃষ্ঠে অবতরণ করেন।
১৯৮৬ সালে এল সালভেদারে ভূমিকম্পে ১৮০০ লোকের প্রাণহানি ঘটে।

ব্যক্তি
১৮৬৪ সালে কবি কামিনী রায়ের জন্ম।
১৮৬৫ সালে নোবেলজয়ী [১৯২৯] ইংরেজ জীবরসায়নবিদ আর্থার হার্ডেনের জন্ম।
১৮৯৬ সালে নোবেলজয়ী [১৯৭৫] ইতালীয় কবি ও গল্পকার ইউজিনিও মন্তালের জন্ম।
১৯২৪ সালে ফরাসী লেখক আনতোল ফ্রাঁসের মৃত্যু।

বাংলাদেশ স্থানীয় সময় ০০১৫, অক্টোবর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।