ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

এন্ড্রু কিশোরের জনপ্রিয় সেরা ১০ গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৩, জুলাই ৬, ২০২০
এন্ড্রু কিশোরের জনপ্রিয় সেরা ১০ গান এন্ড্রু কিশোরের সেরা ১০ গান

বাংলাদেশের চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় প্লেব্যাক কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের জনপ্রিয় গানের সংখ্যা প্রচুর। তার হৃদয়ছোঁয়া কিছু গান যুগ যুগ ধরে আজও অমলিন আবেদন সৃষ্টি করে। আগামীতেও তার জনপ্রিয় গানগুলো সমানভাবেই তাকে যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখবে।

সোমবার (৬ জুলাই) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে কোটি কোটি ভক্তের হৃদয় শুন্য করে চিরদিনের জন্য চলে গেছেন এন্ড্রু কিশোর। তুমুল জনপ্রিয় এই প্লেব্যাক সম্রাটের অসংখ্য জনপ্রিয় ও হৃদয়ছোঁয়া গানগুলোর মধ্যে সেরা দশটি গান বেছে নেওয়া সত্যিই কঠিন।

তার এমন কিছু গান রয়েছে যা আজও শ্রোতা-দর্শকদের হৃদয়কে আলোড়িত। এরকমই জনপ্রিয় সেরা দশটি গান এন্ড্রু কিশোরের স্মৃতির উদ্দেশ্যে নিবেদন করা হলো।

১) হায়রে মানুষ রঙিন ফানুস

২) আমার সারা দেহ খেও গো মাটি

৩) জীবনের গল্প আছে বাকি অল্প

৪) ডাক দিয়াছেন দয়াল আমারে

৫) আমার বাবার মুখে প্রথম যেদিন

৬) আমার বুকের মধ্যখানে

৭) ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা

৮) সবাই তো ভালোবাসা চায়


৯) বেদের মেয়ে জোছনা আমায় কথা দিয়েছে

১০) তুমি আমার জীবন আমি তোমার জীবন

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, জুলাই ০৬, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।