ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

বিনোদন

মিজানের কণ্ঠে ‘যুদ্ধের গল্প’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৭, জুন ২, ২০২০
মিজানের কণ্ঠে ‘যুদ্ধের গল্প’

দেশের ব্যান্ড সংগীতের অন্যতম শক্তিশালী গায়ক মিজান। একাধিক ব্যান্ডের হয়ে তিনি গেয়েছেন অনেক গান। তার গায়কীর ভক্ত বিভিন্ন প্রজন্মের শ্রোতা। 

তারই ধারাবাহিকতায় এবার জনপ্রিয় এই ব্যান্ড তারকার কণ্ঠে প্রকাশ পেতে যাচ্ছে ‘যুদ্ধের গল্প’ শিরোনামের নতুন গান। এর কথা লিখেছেন স্যামুয়েল হক।

এর সুর ও সংগীতায়োজন করেছেন নব্বই দশকের অন্যতম সফল সংগীত পরিচালক মেহেদি।  গানটি প্রকাশ করছে দেশের প্রথম সারির অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ।

এ গান প্রসঙ্গে মিজান বলেন, ‘এটি একটি কথাসমৃদ্ধ গান। সেই সঙ্গে সুর-সংগীতও দারুণ হয়েছে। আবার বিশ্বাস, গানটি শ্রোতাদের ভালো লাগবে। ’

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, জুন ০২, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।