ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

বিনোদন

রেজা ঘটকের ‘হরিবোল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
রেজা ঘটকের ‘হরিবোল’

অনুমোদনের অপেক্ষায় সেন্সর বোর্ডে জমা পড়েছে রেজা ঘটকের সিনেমা ‘হরিবোল’। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময়ে একটি প্রত্যন্ত গ্রামের বাস্তব ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মিত।

সিনেমাটি রচনা ও পরিচালনা করেছেন লেখক ও চিত্রনির্মাতা রেজা ঘটক। একটি সত্য ঘটনাকে ফুটিয়ে তোলা হয়েছে এই সিনেমায়।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বোলেশ্বরের একটি গ্রামে গিয়েছিলেন একজন তরুণ চিত্রনির্মাতা। সেখানে তিনি একটি সংখ্যালঘু পরিবার সম্পর্কে জানতে পারেন। পরিবারটি তাদের চারপাশের মানুষের দ্বারা প্রান্তিক হয়ে পড়েছিল।  

রেজা ঘটকের সিনেমার একটি দৃশ্য

পরিচালক রেজা ঘটক বলেন, সিনেমাটিতে একই কাঠামোয় মহান মুক্তিযুদ্ধ এবং প্রান্তিক সংখ্যালঘু জনগোষ্ঠীর পরিস্থিতি তুলে ধরা হয়েছে। এটা দর্শকদের মুগ্ধ করবে।  

সিনেমাটি এখন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে অনুমোদনের জন্য অপেক্ষায় আছে।  

বোলেশ্বর ফিল্মস প্রযোজিত সিনেমাটি চলতি বছরের শেষ নাগাদ মুক্তি পাবে বলে আশা করছেন রেজা ঘটক।  

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।