ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

বিনোদন

আইয়ুব বাচ্চুর চলে যাওয়ার মাস, জন্মোৎসব থেকে বিরত জেমস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৯
আইয়ুব বাচ্চুর চলে যাওয়ার মাস, জন্মোৎসব থেকে বিরত জেমস জেমস

গত বছরের ১৮ অক্টোবর না ফেরার দেশে চলে যান কিংবদন্তি ব্যান্ড তারকা-সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু। বছর ঘুরে ফিরে এলো সেই অক্টোবর। আইয়ুব বাচ্চুর চলে যাওয়ার এই মাসে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রকস্টার ফারুক মাহফুজ আনাম জেমসের জন্মদিন।

হ্যাঁ, ২ অক্টোবর তরুণ প্রজন্মকে মাতিয়ে রাখা দেশের অন্যতম সেরা এই ব্যান্ড তারকার জন্মদিন। প্রতিবছর বিশেষ এই দিনে অসংখ্য ভক্ত-অনুরাগীর শুভেচ্ছা-ভালোবাসা আর উপহার পাওয়ার মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন জেমস।

এছাড়া দেশের বিভিন্ন প্রান্তে ভক্ত-অনুরাগীরা তার জন্মদিনটি মহাসমারোহে পালন করে থাকেন। এই দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা-শুভকামনা-শ্রদ্ধা-ভালোবাসার জোয়ারে ভাসতে থাকেন গুরু’খ্যাত ব্যান্ডসংগীতের এই মহাতারকা।

জেমসসেই ধারাবাহিকতায় মঙ্গলবার (১ অক্টোবর) থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগী, গানগাগল ও সংগীতসংশ্লিষ্টদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন জেমস। তবে এবার জন্মোৎসব পালন থেকে বিরত থাকছেন তিনি। কারণ এই মাসেই দীর্ঘদিনের সংগীতযাত্রার সফরসঙ্গী আইয়ুব বাচ্চুর চলে যাওয়া। তাই তার জন্মদিনে নেই কোনো আয়োজন। দিনটি আইয়ুব বাচ্চুকে স্মরণের মধ্য দিয়েই কাটাবেন তিনি।

জেমসএ প্রসঙ্গে জেমস ও নগর বাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন বাংলানিউজকে বলেন, ‘জন্মদিনে কোনো ধরনের আয়োজন করছেন না জেমস (ভাই)। আইয়ুব বাচ্চুর স্মরণে দিনটি একলা একা কাটাবেন তিনি। শুধু জন্মদিন বলে কথা না, বাচ্চু ভাইয়ের শোক সত্যিকার অর্থেই জেমস ভাই কাটিয়ে উঠতে পারছে না। আর বাচ্চু ভাইয়ের জন্য সবচেয়ে বেশি প্রার্থনা করা হাতেগোনা কয়েকজনের মধ্যে জেমস ভাই অন্যতম। আমরাও দোয়া করি, প্রিয় বাচ্চু ভাই ওপারে ভালো থাকুক। ’

বাংলাদেশের ব্যান্ডসংগীতকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার অন্যতম কাণ্ডারি জেমস। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও প্রমাণ দিয়েছেন নিজের জাত প্রতিভার। যতোই দিন যাচ্ছে ততোই তার জনপ্রিয়তা বাড়ছে। এ কারণেই হয়তো চোখ বন্ধ করেই তাকে রিয়েল রকস্টার বলা যায়।

জেমসজেমসের ব্যান্ড (ফিলিংস ও নগরবাউল) থেকে প্রকাশিত অ্যালবামের মধ্যে রয়েছে- ‘স্টেশন রোড’, ‘জেল থেকে বলছি’, ‘নগর বাউল’, ‘লেইস ফিতা লেইস’ ও ‘দুষ্ট ছেলের দল’। তার একক কণ্ঠের অ্যালবামের মধ্যে রয়েছে- ‘পালাবে কোথায়’, ‘দুঃখিনী দুঃখ করো না’, ‘ঠিক আছে বন্ধু’, ‘আমি তোমাদেরই লোক’, ‘জনতা এক্সপ্রেস’ ইত্যাদি।

বলিউডে গাওয়া জেমসের গানের মধ্যে রয়েছে ‘ভিগি ভিগি (গ্যাংস্টার)’, ‘চল চলে (ও লামহে)’, ‘আলবিদা (রিপ্রাইস)’, ‘রিশতে (লাইফ ইন এ মেন্ট্রো)’, ‘বেবাসি (ওয়ার্নিং থ্রিডি)’।

সংগীতে অবদানের জন্য ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’, ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’, ‘সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’সহ দেশ-বিদেশের আরও অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন জেমস।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।