ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

বিনোদন

দুর্গাপূজা উপলক্ষে ইরফান ও তিশার নাটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
দুর্গাপূজা উপলক্ষে ইরফান ও তিশার নাটক

শহরের যান্ত্রিক জীবন থেকে দূরে নির্জন বনাঞ্চলে আসেন লেখক স্বাগতম। নতুন কিছু লেখালেখি করা তার লক্ষ্য। এক ডাক বাংলোতে ওঠেন তিনি। বাংলোর কেয়ারটেকার হরিপদ নানান কাজে ব্যস্ত থাকেন। তাই স্বাগতম বাবুর দেখাশোনা করার জন্য দায়িত্ব দেন তার মেয়ে দুর্গাকে। 

লেখক স্বাগতম বাবুর সেবা-যত্ন ও খাবার প্রস্তুত করার দায়িত্ব দুর্গার। একদিন দুর্গাকে স্বাগতম জিজ্ঞেস করে, এ বনে কী কী পাওয়া যায়? দুর্গা জানায়, এই বনে সবুজের গন্ধ, অদৃশ্য আনন্দ আছে।

আর আছে জীবনের ছন্দ। স্বাগতমকে পদ্মপুকুরে বনজ্যোৎস্না দেখাতে নিয়ে যাবে বলে কথা দেয় দুর্গা। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ নাটক ‘দুর্গা ও বনজ্যোৎস্নার গল্প’।  

অনুরূপ আইচের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সীমান্ত সজল। সম্প্রতি পুবাইলে এর দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।  

নাটকে লেখক স্বাগতমের চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ আর দুর্গার চরিত্রে দেখা যাবে তানজিন তিশাকে। আরও আছেন শর্মিলী আহমেদ, জিয়াউল হাসান কিসলু।  

দুর্গাপূজা উপলক্ষে আগামী ৮ অক্টোবর রাত ৯টায় ‘দুর্গা ও বনজ্যোৎস্নার গল্প’ প্রচার হবে এনটিভিতে।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
জেআইএম/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।