ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

বিনোদন

এফডিসিতে পরীমনির তিন গরু কোরবানি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
এফডিসিতে পরীমনির তিন গরু কোরবানি পরীমনি

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-তে গত দুই বছর ধরে কোরবানি দিচ্ছেন ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি।

এ বছরও তার ব্যতিক্রম হয়নি। বুধবার (২২ আগস্ট) সকাল ১১টার দিকে এফডিসিতে পরীমনির তিনটি গরু কোরবানি দেওয়া হয়।

কোরবানির পর মাংস কাটাকাটির সময় পরীমনি নিজেই উপস্থিত থেকে সবকিছু তদারকি করেছেন এবং মাংস বিতরণ করেছেন।

পরীমনি বলেন, অনেক শিল্পী-কলাকুশলীদের কোরবানি দেওয়ার মতো সামর্থ্য নেই। তাই সিদ্ধান্ত নিয়েছি কোরবানির ঈদ আমি এফডিসিতে করবো। যারা কোরবানি দিতে পারেননি, তাদের জন্যই এই কোরবানি। যতদিন বেঁচে থাকবো এফডিসিতে কোরবানি দিয়ে যাব।

এফডিসিতে পরিমণির ঈদ উদযাপনের কিছু মুহূর্ত

এদিকে, পরীমনির তিনটি গরু ছাড়াও এফডিসিতে শিল্পী সমিতি ও ডিপজলের পক্ষ থেকে চারটি গরু কোরবানি দেওয়া হয়েছে। এর সঙ্গে সেমাই, চিনি, চাল এগুলো ঈদের শুভেচ্ছা প্যাকেট বানিয়ে সমিতির তালিকাভুক্ত সদস্যদের বাসায় পৌঁছে দিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।