ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

বিনোদন

রাবেয়া খাতুনের গল্পে আবুল হায়াতের ‘আপোষ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৩ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৮
রাবেয়া খাতুনের গল্পে আবুল হায়াতের ‘আপোষ’ তারিক আনাম খান, আবুল হায়াত ও শবনম ফারিয়া

কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের গল্পে বিশেষ নাটক ‘আপোষ’ নির্মাণ করেছেন প্রবীণ অভিনেতা ও নির্মাতা আবুল হায়াত।

নাটকটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, আবুল হায়াত, শবনম ফারিয়া, শিল্পী সরকার অপু প্রমুখ।

‘আপোষ’র গল্পে দেখা যাবে, ডা. আনিসুজ্জামান একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।

স্ত্রী নিশাত বানুকে নিয়ে চার সন্তানের সংসার তার। বড় ছেলে বিয়ে করে আলাদা থাকেন। মেজ ছেলে বেকার। বড় মেয়ে রুম্মার বিয়ে হয় জামিলের সঙ্গে। যে মেধাবী ছাত্র থেকে হঠাৎ করেই বিশাল ব্যবসায়ী বনে যায়। ছোট মেয়ে টুম্পা লেখাপড়া শেষ করে দেশ নিয়ে ব্যস্ত।

একদিন জামাই জামিল ঢাকায় শ্বশুরবাড়িতে টাকা চাইতে আসেন। কারণ তার ব্যবসায় সমস্যা চলছে! টাকা দেওয়ার ক্ষমতা আনিসের নেই। আর তা শুনে জামিলের মেজাজ বিগড়ে যায়। রাতে নেশা করে ছোট বৌকে নিয়ে কেলেঙ্কারি ঘটান তিনি। টুম্পা শুধু প্রতিবাদই করেন না, চরম অপমান করেন দুলাভাইকে। এরপর ঘটনা ভিন্ন দিকে মোড় নেয়।

ঈদুল আজহায় রাত ৭টা ৪০মিনিটে চ্যানেল আইতে নাটকটি প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৮
জেআইএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।