ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

বিনোদন

৬ দেশের ১৪ শহরে হবে ঋত্বিক-টাইগারের ছবির শুটিং

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
৬ দেশের ১৪ শহরে হবে ঋত্বিক-টাইগারের ছবির শুটিং টাইগার শ্রফ ও ঋত্বিক রোশন

খুব শিগগিরই একটি ছবিতে একসঙ্গে দেখা যাবে ঋত্বিক রোশন ও টাইগার শ্রফকে। নাম ঠিক না হওয়া ছবিটি পরিচালনা করবেন সিদ্ধার্থ আনন্দ এবং প্রযোজনা করবে যশরাজ ফিল্মস।

চমকপ্রদ তথ্য হলো- ছয়টি দেশের ১৪টি শহরে হবে ঋত্বিক-টাইগারের নতুন ছবিটির শুটিং। দেশগুলো হলো- ভারত, স্পেন, জর্জিয়া, ইতালি, পর্তুগাল ও সুইডেন।

এ প্রসঙ্গে যশরাজ ফিল্মসের একটি ঘনিষ্ঠসূত্র জানান, এই প্রথম জুটি বেঁধে কাজ করতে যাচ্ছেন বলিউডের দুই সুপারস্টার ঋত্বিক রোশন ও টাইগার শ্রফ। তারা দু’জনই অ্যাকশন দৃশ্যে অভিনয়ের জন্য জনপ্রিয়। এছাড়া ছবিটিতে অনেক অ্যাকশন দৃশ্য রয়েছে। আর সেসবের দৃশ্যধারণের জন্য ছয়টি দেশকে নির্বাচন করা হয়েছে। আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে এর শুটিং।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।