ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

বিনোদন

আইফায় সেরা অভিনেত্রী শ্রীদেবী, সেরা অভিনেতা ইরফান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, জুন ২৫, ২০১৮
আইফায় সেরা অভিনেত্রী শ্রীদেবী, সেরা অভিনেতা ইরফান শ্রীদেবী ও ইরফান খান

ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি (আইফা) অ্যাওয়ার্ডসের ১৯তম আসর হয়ে গেলো রোববার (২৪ জুন) রাতে। থাইল্যান্ডে ব্যাংককের সিয়াম নিরামিত থিয়েটারে পুরস্কার বিতরণীর পাশাপাশি ছিলো বলিউড তারকাদের জমকালো পরিবেশনা।
 

প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর হয়ে পুরস্কার গ্রহণ করছেন তার স্বামী প্রযোজক বণি কাপুরএবার ‘মম’ ছবির সুবাদে সেরা অভিনেত্রী হয়েছেন প্রয়াত শ্রীদেবী। গত ফেব্রুয়ারিতে দুবাইয়ে হোটেলের বাথটাবে ডুবে তার মৃত্যু হয়।

আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানের দুই উপস্থাপক করণ জোহর ও রিদেশ দেশমুখের সঙ্গে কৃতি স্যানন‘হিন্দি মিডিয়াম’ ছবির সুবাদে সেরা অভিনেতা হয়েছেন ইরফান খান। নিউরোন্ডোক্রেইন টিউমারে আক্রান্ত হওয়ায় তিনি এখন লন্ডনে চিকিৎসাধীন আছেন।

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রেখার হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন নওয়াজুদ্দিন সিদ্দিকিসেরা চলচ্চিত্র হয়েছে ‘তুমহারি সুলু’। ১০ বছর পর আবারও ব্যাংককে বসলো আইফার জমকালো আসর। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন করণ জোহর ও রিতেশ দেশমুখ।

১৯তম আইফা অ্যাওয়ার্ডসের বিজয়ী তালিকা
সেরা চলচ্চিত্র: তুমহারি সুলু
সেরা অভিনেতা: ইরফান খান (হিন্দি মিডিয়াম)
সেরা অভিনেত্রী: শ্রীদেবী (মম)
সেরা পার্শ্ব-অভিনেতা: নওয়াজুদ্দিন সিদ্দিকি (মম)
সেরা পার্শ্ব-অভিনেত্রী: মেহের ভিজ (সিক্রেট সুপারস্টার)
সেরা পরিচালক: সকেত চৌধুরী (হিন্দি মিডিয়াম)
সেরা গল্পকার: অমিত মাসুরকার (নিউটন)
সেরা গায়ক: অরিজিৎ সিং (হাওয়াইয়ে, জব হ্যারি মেট সেজাল)
সেরা গায়িকা: মেঘনা মিশ্র (ম্যায় কৌন হু, সিক্রেট সুপারস্টার)
আজীবন সম্মাননা: অনুপম খের
বর্ষসেরা স্টাইল আইকন: কৃতি স্যানন
সেরা গীতিকার: মনোজ মুনতাসির (মেরে রাশকে কামার, বাদশাহো)
নবাগত পরিচালক: কঙ্কনা সেন শর্মা (অ্যা ডেথ ইন দ্য গঞ্জ)
সেরা সংগীত পরিচালনা: আমাল মালিক, তানিষ্ক বাগচি ও অখিল সাচদেবা (বাদ্রিনাথ কি দুলহানিয়া)
সেরা আবহ সংগীত: প্রীতম (জাগ্গা জাসুস)
সেরা চিত্রনাট্য: নিতেশ তিওয়ারি, শ্রেয়াস জৈন (বেরেলি কি বরফি)
সেরা সংলাপ রচয়িতা: হিতেশ কেওয়ালিয়া (শুভ মঙ্গল সাবধান)
সেরা নৃত্য পরিচালক: বিজয় গাঙ্গুলি ও রুয়েল দৌসান বারিন্দানি (গালতি সে মিসটেক, জাগ্গা জাসুস)
সেরা চিত্রগ্রাহক: মার্সিন লাস্কাভিয়েচ (টাইগার জিন্দা হ্যায়)
সেরা সম্পাদনা: শ্বেতা ভেঙ্কট ম্যাথু (নিউটন)
সেরা শব্দসজ্জা: দিলীপ সুব্রমনিয়াম ও গনেশ গঙ্গাধারণ (টাইগার জিন্দা হ্যায়)
সেরা স্পেশাল ইফেক্টস: জাগ্গা জাসুস

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জুন ২৫, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।