ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

বিনোদন

বই লিখছেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, জুন ২০, ২০১৮
বই লিখছেন প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা চোপড়া

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুনাম কুড়িয়েছেন তিনি।

শুধু অভিনয় নয়, প্রিয়াঙ্কা একজন প্রযোজকও। ‘পার্পেল পেবল পিকচার্স’ নামে তার একটি প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে।

এছাড়া জাতিসংঘের শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করছেন ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী। বলা যায় বহু গুণে গুণান্বিত তিনি।

এবার প্রিয়াঙ্কা চোপড়ার ডানায় নতুন পালক যুক্ত হচ্ছে। লেখক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। নিজের স্মৃতিগুলো বইয়ের পাতায় লিপিবদ্ধ করছেন জনপ্রিয় এই অভিনেত্রী। তিনি বইটির নাম রেখেছেন ‘আনফিনিশড’। ২০১৯ সালে নামী একটি আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠান থেকে বইটি প্রকাশ পাবে।

এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, বইটির স্বাদ হবে সৎ, মজার, আত্মবিশ্বাসী, সাহসী ও বিদ্রোহী। ঠিক আমার মতো। আমি সবসময় নিজের বিষয়ে গোপনীয়তা বজায় রাখি। আমার কাজ বা মনের অনুভূতিগুলো কখনও বলি না। কিন্তু এখন আমি তাই করতে প্রস্তুত। আশাবাদী মানুষদের আমি আমার প্রত্যাশার গল্প বলবো। বিশেষ করে নারীদের। যাতে তারা কথা পরিবর্তন করতে পারেন ও কাঁচের দেয়াল ভেঙ্গে ফেলতে পারেন। নারীরা সবসময় বলে আমরা সব করতে পারি না। আমি সবকিছু চাই এবং আমি বিশ্বাস করি যে কেউ এটি যাইতে পারেন। আমি তা প্রমাণ করছি। ’

সালমান খানের বিপরীতে ‘ভারত’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা। জুলাইতে সিনেমাটির শুটিং শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জুন ২০, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।