ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

বিনোদন

দুই কাজলের এক মেয়ে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, মে ২৫, ২০১৮
দুই কাজলের এক মেয়ে কাজল, নাইসা ও কাজলের মোমের মূর্তি

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মোমের জাদুঘর লন্ডনের মাদাম তুসো। পৃথিবীর বিভিন্ন প্রান্তের তারকাদের মোমের মূর্তি তৈরি করে রাখা হয় সেখানে। এর মাধ্যমে সম্মানিত হন ওই বিখ্যাত মানুষেরা।

মাদাম তুসো মিউজিয়ামে বলিউড তারকাদের মধ্যে রয়েছে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান, ঐশ্বরিয়া রাই বচ্চন, ক্যাটরিনা কাইফ, করণ জোহরের মোমের মূর্তি। এবার তাদের সঙ্গে যুক্ত হলেন অভিনেত্রী কাজল।

বৃহস্পতিবার (২৪ মে) সিঙ্গাপুরের মাদাম তুসো মিউজিয়ামে রাখা হয়েছে কাজলের মোমের মূর্তি। এসময় তার সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন মেয়ে নাইসা।

কাজল ও কাজলের মোমের মূর্তিশুধু উপস্থিত নয়, মায়ের সঙ্গে লালগালিচায় হেঁটেছেন নাইসা। মা ও মায়ের মোমের মূর্তির সঙ্গে ছবিও তুলেছেন তিনি।

কাজলের জনপ্রিয়তা, অভিনয় এবং সৌন্দর্যের জন্যই তার মোমের মূর্তি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লন্ডনের মিউজিয়াম ছাড়াও হংকং, ব্যাংকক ও সিঙ্গাপুরের মাদাম তুসো মিউজিয়ামে ফিল্ম তারকাদের মোমের মূর্তি রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, মে ২৫, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।