[x]
[x]
ঢাকা, বুধবার, ৩ শ্রাবণ ১৪২৫, ১৮ জুলাই ২০১৮

bangla news

প্রকাশ পেলো হুমায়ূনের ‘দেবী’র ফার্স্টলুক পোস্টার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৪-১০ ৯:৪৯:১৯ পিএম
‘দেবী’র পোস্টার

‘দেবী’র পোস্টার

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘দেবী’ অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্র। উপন্যাসের নামেই ছবিটির নামকরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ এপ্রিল) রাতে প্রকাশ পেয়েছে এ চলচ্চিত্রের ফার্স্টলুক পোস্টার।

পোস্টারটিতে হাতে আঁকা নান্দনিক স্থিরচিত্রের মাধ্যমে অভিনেতা চঞ্চল চৌধুরীকে উপস্থাপন করা হয়েছে। চোখে কালো ফ্রেমের চশমা ও ঠোঁটে জ্বলন্ত সিগারেট নিয়ে একেবারে মিসির আলীর মতোই হাজির হয়েছেন আয়নাবাজি খ্যাত এই অভিনেতা।  

২০১৫-১৬ সালের সরকারি অনুদান ও অভিনেত্রী জয়া আহসানের ‘সি তে সিনেমা’র প্রযোজনায় ‘দেবী’ নির্মিত হয়েছে। পরিচালনা করেছেন অনম বিশ্বাস।

এতে রানু চরিত্রে জয়া, রানুর স্বামী আনিসের চরিত্রে অনিমেষ আইচ, আহমেদ সাবেরের চরিত্রে ইরেশ যাকের ও নীলু চরিত্রে শবনম ফারিয়া অভিনয় করেছেন। ফারিয়ার এটিই প্রথম ছবি।

২০১৭ সালের মার্চে ‘দেবী’র শুটিং শুরু হয়। ওই বছরেই শুটিং শেষ হয়। ধারণা করা হচ্ছে, চলতি বছরেই ছবিটি মুক্তি পেতে পারে।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
জেআইএম/এমএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa