ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

বিনোদন

কান উৎসবের লালগালিচায় সেলফি নিষিদ্ধ

বৃষ্টি শেখ, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
কান উৎসবের লালগালিচায় সেলফি নিষিদ্ধ ছবি: সংগৃহীত

কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় আর সেলফি তোলা যাবে না। অনাকাঙ্ক্ষিত ঘটনা যেনো সৃষ্টি না হয় সেজন্য আয়োজকরা এই সিদ্ধান্ত নিয়েছেন।

ফ্রান্সের একটি ম্যাগাজিনকে উৎসব পরিচালক থিয়েরি ফ্রেমো বলেছেন, ‘সেলফি তোলা হাস্যকর ও উদ্ভট ব্যাপার। ’

উৎসবে প্রতিদিন প্রতিযোগিতা বিভাগের ছবির উদ্বোধনী প্রদর্শনীর আগে লালগালিচায় পা মাড়ান তারকারা।

তবে সেইসব ছবির কলাকুশলীদের জন্যও লালগালিচায় সেলফি তোলা নিষিদ্ধ থাকবে কিনা তা থিয়েরি ফ্রেমোর কথায় পরিষ্কার নয়।

কান উৎসবের ৭১তম আসর শুরু হবে আগামী ৮ মে। ১২ দিনের এই আয়োজনের পর্দা নামবে ১৯ মে।

কান উৎসব কর্তৃপক্ষের কিছু সিদ্ধান্ত বিতর্কিত হয়েছে অতীতে। একবার লালগালিচায় উঁচু হিল পরে না আসায় নারীদের ঢুকতে না দেওয়ার ঘটনাও ঘটেছে। এর প্রতিবাদে হলিউড অভিনেত্রী জুলিয়া রবার্ট খালি পায়ে লালগালিচায় হাজির হয়ে খবরের শিরোনামে আসেন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।