ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

বিনোদন

রাস্তায় ফেলে দেওয়া হলো মনোজ মিত্রর আসবাবপত্র

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
রাস্তায় ফেলে দেওয়া হলো মনোজ মিত্রর আসবাবপত্র রাস্তায় ফেলে দেওয়া মনোজ মিত্রর আসবাবপত্র

ভাড়া না দিয়েই ঘর দখল করে রাখার অভিযোগে প্রখ্যাত নাট্যকার মনোজ মিত্রকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মার্চ) কলকাতার ৫৭ যতীন দাস রোডের একটি তিনতলা বাড়ি থেকে তাকে উচ্ছেদ করা হয়।

জানা যায়, বহু বছর আগে মনোজ মিত্র বাড়িটি ভাড়া নেন।

সেখানে তার সুন্দরম নাট্যগোষ্ঠীর নিয়মিত মহড়া হতো এবং নানা আসবাবপত্র রাখা ছিলো। কিন্তু বাড়ির মালিকের অভিযোগ তিনি বেশ কয়েক বছর ধরে ভাড়া পরিশোধ করছেন না। এবং এখানে কোন কার্যক্রম চলছিলো না। বাড়ি ছাড়ার কথা বলা হলে তাতেও নাকি মনোজ কর্ণপাত করেনি। তাই আদালতের নির্দেশে তাদের আসবাবপত্র বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কয়েকজন ওই বাড়ির একতলা থেকে সুন্দরম নাট্যগোষ্ঠী সরঞ্জাম, গুরুত্বপূর্ণ বেশ কিছু সেট রাস্তায় ফেলে দেয়। এই ঘটনায় বেশ কয়েকটি সেট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ‘সুন্দরম’র সদস্যদের অভিযোগ।

তবে আলোচিত নাট্যকার মনোজ মিত্র দাবি করেন আদালতে মামলার ব্যাপারটি তিনি জানতেন না। তাই পুরো বিষয়টি নিয়ে তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।