![]() স্বামী সোহেল চৌধুরী, মেয়ে লামিয়া চৌধুরী ও ছেলে সাফায়েত চৌধুরী দীপ্তর সঙ্গে দিতি |
১৯৮৪ সালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মধ্য দিয়ে চলচ্চিত্রের আকাশে আবির্ভাব ঘটে নতুন এক তারকার। তিনিই নন্দিত চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতি।
২০১৬ সালের ২০ মার্চ মস্তিষ্কে ক্যান্সারজনিত কারণে পৃথিবী থেকে বিদায় নেন প্রায় ২শ’ ছবির এই অভিনেত্রী। জীবদ্দশায় অসংখ্য ব্যবসায় সফল চলচ্চিত্র উপহার দিয়েছেন ‘হীরামতি’খ্যাত তারকা। আজ মঙ্গলবার তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী।
১৯৬৫ সালের ৩১ মার্চ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে জন্মেছিলেন দিতি। ১৯৮৬ সালে চিত্রনায়ক সোহেল চৌধুরীর সঙ্গে ভালোবেসে ঘর বাঁধেন তিনি। তাদের সংসারে রয়েছেন কন্যা লামিয়া চৌধুরী ও পুত্র সাফায়েত চৌধুরী দীপ্ত। সোহেলের মৃত্যুর পর ২০০১ সালে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন দিতি। তবে পরে তাদের বিচ্ছেদ হয়ে যায়।
দিতি সবার কাছে পছন্দের একজন মানুষ ছিলেন। মুখভার করে রাখতে তাকে খুব কমই দেখা গেছে। তিনি ছিলেন সদা হাস্যোজ্জ্বল।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
জেআইএম/বিএসকে