[x]
[x]
ঢাকা, শনিবার, ৯ আষাঢ় ১৪২৫, ২৩ জুন ২০১৮

bangla news

‘ফাগুন হাওয়া’য় তিশা-সিয়াম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৩-০৮ ৮:১৪:০৮ পিএম
নুসরাত ইমরোজ তিশা ও সিয়াম আহমেদ

নুসরাত ইমরোজ তিশা ও সিয়াম আহমেদ

তৌকীর আহমেদ পরিচালিত ও ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘ফাগুন হাওয়া’ ছবিতে অভিনয় করবেন সিয়াম আহমেদ। এমনটা অনেক আগেই শোনা গিয়েছিলো। কিন্তু তার বিপরীতে কে অভিনয় করবেন সেটি জানানো হয়নি।

অবশেষে জানা গেলো তার নাম। ‘ফাগুন হাওয়া’তে সিয়ামের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে।

এর আগে তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ ছবিতে অভিনয় করে ব্যাপক প্রশংসা পেয়েছেন তিশা।

তিশাকে নেওয়া প্রসঙ্গে তৌকীর জানান, গল্প অনুসারে তিশাকে ছাড়া অন্য কাউকে উপযুক্ত মনে হয়নি। তাই তাকেই চূড়ান্ত করা হয়েছে। ‘হালদা’র পর আরও একটি ভালো কাজ দর্শক পাবেন বলে আশা রাখি।

ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত হবে ‘ফাগুন হাওয়া’। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে আগামী ১০ মার্চ থেকে শুরু হবে ছবিটির শুটিং। সিয়াম-তিশা ছাড়াও ‘ফাগুন হাওয়া’য় অভিনয় করবেন আবুল হায়াত, ফজলুর রহমান বাবু, শহীদুল আলম সাচ্চু, রওনক হাসান, ফারুক আহমেদ, সাজু খাদেম ও শাহাদাত হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa