ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

বিনোদন

কার জন্য শ্যামলের ‘চিঠি’?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
কার জন্য শ্যামলের ‘চিঠি’? শ্যামল মাওলা

এই যুগে চিঠি লিখে কে-ই বা প্রেম করেন? তবে একটা সময় প্রিয়জনের কাছে চিঠি লেখাটা ছিলো খুব স্বাভাবিক ব্যাপার। সত্তর দশকের দিনগুলোর এমন একটি প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিঠি’।

এটি নির্মাণ করেছেন এস এম ফজলে রাব্বি। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা।

ভালোবাসা দিবসে মুক্তি পাবে ডেডলাইন প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে।

রোববার (১১ ফেব্রুয়ারি) বাংলানিউজকে এস এম ফজলে রাব্বি বলেন,  একটি ভালোবাসার ভিন্ন রকম গল্প নিয়ে ‘চিঠি’ নির্মাণ করেছি। বর্তমান সময়ে অনলাইন আমাদের বিনোদনের অন্যতম মাধ্যম। তাই ইউটিউবে এটি মুক্তি দিচ্ছি। আশা করছি এটি দেখে কেউ হতাশ হবেন না।

‘চিঠি’তে আরও অভিনয় করেছেন মৃণালিনী শাওলী ও সেলিম আহমেদ। গত বছর এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির শ্যুটিং হয় পুরাতন ঢাকার নারিন্দা এলাকায়।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।