ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

বিনোদন

এবার বাংলাদেশে মুক্তি পাবে জয়ার ‘বিসর্জন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
এবার বাংলাদেশে মুক্তি পাবে জয়ার ‘বিসর্জন’ ‘বিসর্জন’ ছবির পোস্টার

এবার বাংলাদেশের প্রেক্ষাগৃহে জয়া আহসান অভিনীত ‘বিসর্জন’ মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ও মধুমিতা সিনেমা হলের স্বত্তাধিকারী ইফতেখার উদ্দিন নওশাদ।

এ প্রসঙ্গে ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘‘ওপার বাংলায় প্রশংসিত সিনেমা ‘বির্সজন’ বাংলাদেশে মুক্তি দিতে চাচ্ছি। সাফটা চুক্তির মাধ্যমে এটি বাংলাদেশে মুক্তি দেবো।

ইতোমধ্যে কাগজপত্র জমা দিয়েছি। খুব শিগগির অনুমতি পাব বলে আশা করছি। ’’

গত বছরের ১৪ এপ্রিল কলকাতায় মুক্তি পায় ‘বিসর্জন’। এতোদিন পর বাংলাদেশে মুক্তি পেলে দর্শক কতোটা গ্রহণ করবেন বলে মনে করছেন? জবাবে ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘সিনেমাটি ওপারে খুব জনপ্রিয়তা পেয়েছে। মুক্তির পর এপারের দর্শক হয়তো সিনেমাটি ইউটিউবে দেখেছেন। কিন্তু বড় পর্দায় দেখেননি। আশা করছি, বাংলাদেশের দর্শক সিনেমাটি দেখবেন। ’

ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেয় জয়া অভিনীত ‘বিসর্জন’। শ্রেষ্ঠ বাংলা সিনেমা বিভাগে এ পুরস্কার জিতেছে। এতে জয়ার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন আবির চ্যাটার্জি। অপেরা মুভিজের ব্যানারে নির্মিত সিনেমাটির সংগীতায়োজন করেছেন দোহারের কালিকা প্রসাদ।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।