ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

বিনোদন

গ্র্যামিতে ছয়টি পুরস্কার জিতলেন ব্রুনো মার্স

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
গ্র্যামিতে ছয়টি পুরস্কার জিতলেন ব্রুনো মার্স গ্র্যামি পুরস্কার হাতে ব্রুনো মার্স

বিশ্বসংগীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬০তম আসর হয়ে গেলো। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে রোববার (বাংলাদেশ সময় অনুযায়ী ২৯ জানুয়ারি ভোর) বসেছিল গ্র্যামির এবারের আসর। 

ছয়-ছয়টি পুরস্কার ঝুলিতে ভরে এবার গ্র্যামিতে জয়জয়কার দেখিয়েছেন মার্কিন তারকা ব্রুনো মার্স। দ্বিতীয় সর্বাধিক পাঁচটি পুরস্কার পেয়েছেন আমেরিকান র‌্যাপার কেন্ড্রিক ল্যামার।

সেরা নবীন শিল্পীর খেতাব পেয়েছেন কানাডিয়ান তরুণী অ্যালিসিয়া কারা। ব্রিটিশ তারকা এড শেরানের হাতে এসেছে পপ বিভাগের দুটি পুরস্কার। তারা ঝলমলে জমকালো এ অনুষ্ঠানে পুরস্কার বিতরণী ছাড়াও ছিল বিখ্যাতদের পরিবেশনা।  

৬০তম গ্র্যামির পুরস্কারপ্রাপ্তদের তালিকা
রেকর্ড অব দ্য ইয়ার: টোয়েন্টি ফোরকে ম্যাজিক (ব্রুনো মার্স)
অ্যালবাম অব দ্য ইয়ার: টোয়েন্টি ফোরকে ম্যাজিক (ব্রুনো মার্স)
সং অব দ্য ইয়ার: দ্যাট’স হোয়াট আই লাইক (ব্রুনো মার্স)
সেরা নতুন শিল্পী: অ্যালেসিয়া কারা
সেরা পপ সলো পারফর্ম্যান্স: শেপ অব ইউ (এড শেরান)
সেরা পপ ভোকাল অ্যালবাম: ডিভাইড (এড শেরান)
সেরা পপ দ্বৈত/দলীয় পারফর্ম্যান্স: ফিল ইট স্টিল (পর্তুগাল. দ্য ম্যান)
সেরা ট্র্যাডিশনাল পপ ভোকাল অ্যালবাম: টনি বেনেট সেলিব্রেটস নাইনটি (প্রযোজক ডেই বেনেট)
সেরা ড্যান্স রেকর্ডিং: টুনাইট (এলসিডি সাউন্ডসিস্টেম) 
সেরা ড্যান্স/ইলেক্ট্রনিক অ্যালবাম: থ্রি-ডি দ্য ক্যাটালগ (ক্র্যাফটওয়ের্ক)
সেরা রক পারফর্ম্যান্স: ইউ ওয়ান্ট ইট ডার্কার (লিওনার্ড কোহেন)
সেরা মেটাল পারফর্ম্যান্স: সুলতান’স কার্স (ম্যাস্টোডন)
সেরা রক সং: রান (ফু ফাইটার্স)
সেরা রক অ্যালবাম: অ্যা ডিপার আন্ডারস্ট্যান্ডিং (দ্য ওয়ার অন ড্রাগস)
সেরা রিদম অ্যান্ড ব্লুজ পারফর্ম্যান্স: দ্যাট’স হোয়াট আই লাইক (ব্রুনো মার্স)
সেরা ট্র্যাডিশনাল রিদম অ্যান্ড ব্লুজ পারফর্ম্যান্স: রেডবোন (চাইল্ডিশ গ্যাম্বিনো)
সেরা রিদম অ্যান্ড ব্লুজ সং: দ্যাট’স হোয়াট আই লাইক (ব্রুনো মার্স)
সেরা রিদম অ্যান্ড ব্লুজ অ্যালবাম: টোয়েন্টি ফোরকে ম্যাজিক (ব্রুনো মার্স)
সেরা আরবান কন্টেমপোরারি অ্যালবাম: স্টারবয় (দ্য উইকেন্ড)
সেরা র‌্যাপ পারফর্ম্যান্স: হাম্বল (কেন্ড্রিক লামার)
সেরা র‌্যাপ/সাং পারফর্ম্যান্স: লয়্যালটি (কেন্ড্রিক লামার ফিচারিং রিয়ান্না)
সেরা র‌্যাপ সং: হাম্বল (কেন্ড্রিক লামার)
সেরা র‌্যাপ অ্যালবাম: ড্যাম (কেন্ড্রিক লামার)
সেরা কান্ট্রি সলো পারফর্ম্যান্স: আইদার ওয়ে (ক্রিস স্ট্যাপেলটন)
সেরা কান্ট্রি দ্বৈত/দলীয় পারফর্ম্যান্স: বেটার ম্যান (লিটল বিগ টাউন)
সেরা কান্ট্রি সং: ব্রোকেন হ্যালোস (ক্রিস স্ট্যাপেলটন)
সেরা কান্ট্রি অ্যালবাম: ফ্রম অ্যা রুম: ভলিউম ওয়ান (ক্রিস স্ট্যাপেলটন)
সেরা ল্যাটিন পপ অ্যালবাম: এল দোরাদো (শাকিরা)
সেরা ইঞ্জিনিয়ার্ড অ্যালবাম (নন-ক্লাসিক্যাল): টোয়েন্টি ফোরকে ম্যাজিক (ব্রুনো মার্স)
সেরা মিউজিক ভিডিও: হাম্বল (কেন্ড্রিক লামার)

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।