[x]
[x]
ঢাকা, মঙ্গলবার, ৫ আষাঢ় ১৪২৫, ১৯ জুন ২০১৮

bangla news

‘আজকের অনন্যা’ নিয়ে ফের তানিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০১-১৩ ২:২১:৪৯ পিএম
তানিয়া আহমেদ

তানিয়া আহমেদ

জিটিভিতে প্রচারিত জনপ্রিয় গেম শো ‘আজকের অনন্যা’ শুরু হয়েছিলো তানিয়া আহমেদের উপস্থাপনায়। এরপর পর্যায়ক্রমে অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফারহানা নিশো, আজমেরী হক বাঁধন এবং মৌসুমী হামিদ।

মজার ব্যাপার হলো- ফের  ‘আজকের অনন্যা’ অনুষ্ঠানটি উপস্থাপনা করতে দেখা যাবে তানিয়া আহমেদকে। এফডিসিতে চলছে এর শুটিং।  

‘আজকের অনন্যা’র নতুন সিজনে  আনা হয়েছে একাধিক পরিবর্তন। পুরাতন গেম বাদ দিয়ে যুক্ত করা হয়েছে নতুন নতুন সব গেমস। সেই সঙ্গে প্রতিটি গেমস এর জন্য তৈরি করা হয়েছে আলাদা সেটও।

অনুষ্ঠানটি পুনরায় উপস্থাপনা প্রসঙ্গে তানিয়া আহমেদ বলেন, অনেকদিন ধরেই উপস্থাপনা করছি।  ‘আজকের অনন্যা’ আমার ভালোলাগার ও ভালোবাসার  প্ল্যাটফর্ম। এটি আমার কাছে খুব উপভোগ্য মনে হয়। এছাড়া অনেক মানুষের সঙ্গে আড্ডা হয়, বিভিন্ন মানুষের দর্শন সম্পর্কে জানা যায়। আশা করছি আমার উপস্থাপনা আবারও দর্শক উপোভোগ করবেন।   

তানিয়া আহমেদের উপস্থাপনায় ও তুষার জামালের  প্রযোজনায় ‘আজকের অনন্যা’ অনুষ্ঠানটি প্রতি বৃহস্পতিবার  রাত ৯টা ৩০ মিনিটে জিটিভিতে প্রচারিত হবে।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa