ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

বিনোদন

‘রাখিবন্ধন’র জেঠি আর নেই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
 ‘রাখিবন্ধন’র জেঠি আর নেই রীতা কয়রাল।

দীর্ঘদিন ধরেই মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়ছিলেন জনপ্রিয় অভিনেত্রী রীতা কয়রাল। কিন্তু শেষ রক্ষা আর হলো না। রোববার (১৯ নভেম্বর) কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে টলিপাড়ায় নেমে এসছে শোকের ছায়া।

টলিউডের অন্যতম জনপ্রিয় মুখ রীতা কয়রাল। দীর্ঘদিন ধরেই টেলিভিশন ও সিনেমা জগতের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

তবে অভিনয় জীবনের বেশিরভাগ চরিত্রই ছিলো নেতিবাচক।

নব্বই দশক থেকে সিনেমায় চুটিয়ে অভিনয় করেছেন রীতা। নিজস্ব অভিনয়ে জয় করেছেন দর্শকদের মন। তার অভিনীত ছবিগুলোর তালিকায় রয়েছে- ‘বেয়াদপ’, ‘দত্ত ভার্সেস দত্ত’, ‘পারমিতার একদিন’, ‘বড় বউ’, ‘অসুখ’, ‘গুন্ডা’, ‘জীবন নিয়ে খেলা’, ‘চিরদিনই তুমি যে আমার’। এমনকি ঋতুপর্ণ ঘোষের সিনেমাতেও অভিনয় করেছেন রীতা।

রীতা কয়রাল শুধু সিনেমা নয়, টেলিভিশন সিরিয়ালের জগতেও বেশ নামডাক ছিলো তার। সম্প্রতি ‘রাখিবন্ধন’ সিরিয়ালেও ছিলেন অন্যতম মুখ্য চরিত্রে। সেখানেও তার চরিত্র ছিলো নেতিবাচক।

সিনেমা, সিরিয়াল ছাড়াও একসময় চুটিয়ে অভিনয় করেছেন বিভিন্ন যাত্রা এবং নাটকে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
বিএসকে/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।