ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

বিনোদন

‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি বাংলাদেশ’ হলেন তাহমিনা অথৈ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি বাংলাদেশ’ হলেন তাহমিনা অথৈ তাহমিনা অথৈ। ছবি: সংগৃহীত

ডায়মন্ড ওয়ার্ল্ড প্রেজেন্টস ‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের ছাত্রী তাহমিনা অথৈ।

শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় চ্যানেল আই ভবনে জঁমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে তাহমিনার মাথায় সেরার মুকুট তুলে দেওয়া হয়। ২৫ হাজার প্রতিযোগিকে পেছনে ফেলে বিজয়ী হয়েছেন তাহমিনা।

‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি বাংলাদেশ’-এর প্রথম রানার আপ হয়েছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রী তাহসিন ওয়াজেদ এশা এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির ছাত্রী ফাতেমা ইয়াসমিন লিয়া।

আগামী ১৯ ডিসেম্বর কম্বোডিয়াতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি ২০১৭’-এর গ্র্যান্ড ফিনালে। যেখানে সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে নির্বাচিত ১০০ মিস ইউনিভার্সিটি অংশ নেবেন চূড়ান্ত লড়াইয়ে। আর সেখানে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন তাহমিনা অথৈ।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
বিএসকে/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।