[x]
[x]
ঢাকা, শুক্রবার, ৬ মাঘ ১৪২৪, ১৯ জানুয়ারি ২০১৮

bangla news

বড়পর্দায় কেমন লাগবে সিয়াম-তিশাকে?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-১১-১৩ ১২:২৬:৩৮ পিএম
মিউজিক ভিডিওর দৃশ্যে তানজিন তিশা ও সিয়াম

মিউজিক ভিডিওর দৃশ্যে তানজিন তিশা ও সিয়াম

টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা সিয়াম প্রথম চলচ্চিত্র ‘পোড়ামন টু’-এর শুটিং করছেন। অন্যদিকে বড়পর্দায় অভিষেকের অপেক্ষায় মডেল-অভিনেত্রী তানজিন তিশা। ভবিষ্যতে তাদের একই ছবিতে দেখা যেতে পারে, জুটি হিসেবে তাদের কেমন মানাবে, সেই চিত্র পাওয়া গেলো একটি মিউজিক ভিডিওতে।

সিঁথি সাহা ও চন্দন সিনহার গাওয়া ‘আঙুল ছুঁয়েছে আঙুল তোমার’ গানে মডেল হয়েছেন সিয়াম ও তিশা। ১২ নভেম্বর গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে গান-ভিডিও। এতে এই দুই শিল্পীকে উপস্থাপন করা হয়েছে নায়ক-নায়িকা হিসেবে, যারা এরই মধ্যে প্রেম করছেন, চলছে মান-অভিমান পর্ব।

কবির বকুলের কথায় গানটির সুর করেছেন সিঁথি। সংগীতায়োজন করেছেন অমিত চট্টোপাধ্যায়। আর ভিডিওটি তৈরি করছেন তানিম রহমান অংশু। 

* ‘আঙুল ছুঁয়েছে আঙুল তোমার’-এর ভিডিও: 

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
এসও 

অন্তর্ভুক্ত বিষয়ঃ সংগীত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa