[x]
[x]
ঢাকা, রবিবার, ৫ অগ্রহায়ণ ১৪২৪, ১৯ নভেম্বর ২০১৭

bangla news

গানে গানে কতো দূর নায়লা?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-১১-১১ ১১:১৪:৫১ এএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

র‌্যাম্প মডেলিং দিয়ে যাত্রা শুরু করে কালেভদ্রে নাটক, মডেলিং করছিলেন নায়লা নাঈম। এরপর সুযোগ পেলেন চলচ্চিত্রে আইটেম নাম্বারে নাচার, মিউজিক ভিডিওর মডেল হওয়ার— অতঃপর দেখিয়েও দিয়েছেন তিনি। একের পর এক গান-ভিডিও আসছে নায়লার। 

‘কতো ভালোবাসি’, ‘ভোট ফর ঠোঁট’, ‘সিটি ওভার নাইট’, ‘জান ও বেবি’, ‘কার জন্য’, ‘মন দিয়ে মন’, ‘মধুর মেয়ে’, ‘পাপা চিকচিক’, ‘আমি সুন্দরী নারী’, ‘ভাইরাল ভাই’— প্রভৃতি গানগুলোতে দেখা গেছে মডেল নায়লা নাঈমকে।  এরই ধারাবাহিকতায় আরেকটি ছবিতে থাকছেন আলোচিত এই মডেল।

৮ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্র ‘চল পালাই’। ছবিটি পরিচালনা করেছেন দেবাশীষ বিশ্বাস। এর মূল ভূমিকায় অভিনয় করেছেন শাহরিয়াজ, শিপন ও তমা মির্জা। ছবির আইটেম গানটির সঙ্গে নাচতে দেখা যাবে নায়লাকে। সম্প্রতি এফডিসির কড়ইতলায় গানের শুটিং হয়েছে। 

ছবি: সংগৃহীতএদিকে প্রীতম হাসানের ‘ভাইরাল ভাই’ গানটির ভিডিও আসে সেপ্টেম্বরে। এতে অন্য মডেলদের পাশাপাশি ছিলেন নায়লা। সবশেষ রিলিজ হলো নায়লার আরেকটি গান, নাম ‘হলুদ ঘুড়ি’। এটি গেয়েছেন রনি চৌধুরী। সব মিলিয়ে গানে গানে আবেদন ছড়িয়ে ‘আইটেম কন্যা’ হিসেবে নায়লা এখন অপরিহার্য নাম। 

* ‘ভাইরাল ভাই’ গানের ভিডিও: 

* ‘হলুদ ঘুড়ি’ গানের ভিডিও: 

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এসও   

অন্তর্ভুক্ত বিষয়ঃ সংগীত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

FROM AROUND THE WEB
Loading...
Alexa