ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বিনোদন

শারদীয় দুর্গোৎসবে নির্বাচিত টিভি অনুষ্ঠান

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১১
শারদীয় দুর্গোৎসবে নির্বাচিত টিভি অনুষ্ঠান

শারদীয় দুর্গা পূজা উৎসব বেশ জমে উঠেছে। সার্বজনীন এই উৎসবে দেশের বিভিন্ন টিভি চ্যানেল প্রচার করবে বিশেষ অনুষ্ঠান মালা।

এসব আনন্দ আয়োজন থেকে নির্বাচিত কয়েকটির উপর আলোকপাত করা হলো।

সরাসরি সম্প্রচার

বৈশাখী টিভি ০৫ অক্টোবর রাত  ৮ টায় কলাবাগান পূজা মন্ডপ থেকে র সাংস্কৃতিক অনুষ্ঠান ‘সুর উঠেছে প্রাণে  প্রাণে’ সরাসরি সম্প্রচার করবে। বৈশাখী টিভিতে ০৬ অক্টোবর রাত দুর্গাপূজার নবমীর রাত সাড়ে ১০টায় বিভিন্ন পূজামন্ডপ থেকে সরাসরি সম্প্রচারিত তবে বিশেষ অনুষ্ঠান ‘ঢাকের ডাক’।

রাজলক্ষী শ্রীকান্ত

আরটিভিতে ৫ অক্টোবর দূর্গাপূজার মহানবমীর দিন দুপুর ১২টা ৩৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ বাংলা ছায়াছবি ‘রাজলক্ষী শ্রীকান্ত’ এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বুলবুল আহমেদ, শাবানা প্রমূখ।

আনন্দলোকে

জনপ্রিয় গায়ক শুভ্র দেবের উপস্থাপনায় মাছরাঙা টিভিতে দুর্গাপূজা’র বিশেষ বিনোদন ম্যাগাজিন ‘আনন্দলোকে’ প্রচার হবে ৫ অক্টোবর রাত ৯টা ০২ মিনিট। ৪৫ মিনিটের এই ম্যাগাজিন অনুষ্ঠানটি প্রথমবারের মতো উপস্থাপনা করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভ্রদেব। বিভিন্ন পর্বে অংশ নিয়েছেন- পীযূষ বন্দোপাধ্যায়, জয়শ্রী কর জয়া, বৃন্দাবন দাস, সিদ্দিকুর রহমান, আবিদা সুলতানা, সুবীর নন্দী, রথীন্দ্রনাথ রায়, চিত্রলেখা গুহ, উত্তম গুহ, দেবাশীষ বিশ্বাস, সুপন রায়, বিদ্যা সিনহা সাহা মীম, কিশোর, পুতুল, মুহীন ও পুলকসহ আরো অনেকে। সমসাময়িক বিষয়ে মজাদার স্কিডসহ ব্যাতিক্রমী কিছু চমক রয়েছে অনুষ্ঠানটিতে।

সিনেমা আর গান

শারদীয় দুর্গাপূজার আনন্দে আরটিভিতে ৫ ও ৬ অক্টোবর বিকাল ৫টায় প্রচারিত হবে পূজার বিশেষ ‘সিনেমা আর গান’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সোহেল রানা।


বিরাজ বউ

দূর্গা পূজা উপলাক্ষ ৬ অক্টোবর বিজয়া দশমীর দিন দুপুর ১২টা ৩৫ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে বিশেষ বাংলা ছায়াছবি ‘বিরাজ বউ’ এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারুক, ববিতা প্রমূখ।

পূজার গান

শারদীয় দূর্গা পূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ৬ অক্টোবর রাত ৯টা ৫০ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে দূর্গা পূজার বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘পুজার গান’।

হানিফ সংকেতের নাটক

শারদীয় দূর্গা পূজা উপলক্ষে ৭ অক্টোবর রাত ৮টায় এটিএন বাংলা চ্যানেলে প্রচারিত হবে হানিফ সংকেতের রচনা ও পরিচালনায় নাটক ‘কর্মফলের মর্মকথা’। এতে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, ফেরদৌসী মজুমদার, তানিয়া আহমেদ, মীর সাব্বির, মম, সাজু খাদেম ও আরো অনেকে।


বাংলাদেশ সময় ১৬৩৫, অক্টোবর ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।