ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

বিনোদন

২০০ কোটির ঘরে ‘জুড়ুয়া টু’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
২০০ কোটির ঘরে ‘জুড়ুয়া টু’ ‘জুড়ুয়া টু’ ছবির পোস্টার

ডেভিড ধাওয়ান পরিচালিত ‘জুড়ুয়া টু’ মুক্তি পেয়েছে গত ২৯ সেপ্টেম্বর। ইতিমধ্যে দর্শকদের মন জয় করে নিয়েছে ছবিটি। চমকপ্রদ তথ্য হলো- ২০০ কোটির ঘরে পৌঁছে গেছে ছবিটি। সম্প্রতি এমনটাই জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ফক্স স্টুডিও।

বিষয়টি নিশ্চিত করে বাণিজ্য গবেষক তরণ আদর্শ জানান, ২০০ কোটির ক্লাবে ঢুকে গেছে ‘জুড়ুয়া টু’। সর্বমোট ২০৩ কোটি রুপি উপার্যন করেছে ছবিটি।

যার মধ্যে ভারতে থেকে ১৬৬ কোটি ও অন্যান্য দেশ থেকে ৩৬ কোটি রুপি আয় করেছে।

১৯৯৭ সালের মুক্তিপ্রাপ্ত ‘জুড়ুয়া’ ছবির সিক্যুয়েল ‘জুড়ুয়া টু’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, জ্যাকলিন ফার্নান্দেজ ও তাপসী পান্নু।

অন্যদিকে, হংকংয়ের মাদাম তুসো জাদুঘরে স্থান পাচ্ছে বরুণের মোমের মূর্তি। তিনি সবচেয়ে কম বয়সি বলিউড তারকা এবং চতুর্থ ব্যক্তি যার মোমের মূর্তি এই জাদুঘরে স্থান পাচ্ছে। এর আগে মহাত্মা গান্ধী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অভিনেতা অমিতাভ বচ্চনের মোমের মূর্তি মাদাম তুসো জাদুঘরে স্থান পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad