ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

বিনোদন

ম্যানচেস্টারে রোহিঙ্গাদের জন্য গাইবেন বিশ্বজিৎ-কনকচাঁপা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
ম্যানচেস্টারে রোহিঙ্গাদের জন্য গাইবেন বিশ্বজিৎ-কনকচাঁপা কুমার বিশ্বজিৎ ও কনকচাঁপা, ছবি: সংগৃহীত

রোহিঙ্গাদের সাহায্যে প্রবাসী বাংলাদেশিদের গান শোনাবেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ ও কনকচাঁপা। ২৩ এপ্রিলের কনসার্টে যোগ দেওয়ার জন্য এই দুই শিল্পী এখন ম্যানচেস্টারে।

ম্যানচেস্টার হাইস্কুলে ‘কুমার বিশ্বজিৎ-কনক চাঁপা লাইভ ইন কনসার্ট’-এর আয়োজন করেছে অবাক এন্টারটেইনমেন্ট কোম্পানি। ২৩ এপ্রিল স্থানীয় সময় বিকেল ৫টায় এ আয়োজন শুরু হবে।

কনসার্টের অর্থ ব্যয় করা হবে বাংলাদেশে অবস্থান নেওয়া রোহিঙ্গাদের সাহায্যার্থে।

দেশত্যাগের আগে বাংলানিউজের সঙ্গে আলাপে কুমার বিশ্বজিৎ জানান, নিয়মিত কনসার্ট করেন তিনি। কিন্তু ঈদ আয়োজনের কোনো কনসার্টে যোগ দেননি। বেশ কয়েক মাস পর প্রবাসীদের গান শোনাতে পারবেন বলে আনন্দিত এই গায়ক। কাতারে ব্যক্তিগত কাজ সেরে ম্যানচেস্টারে কনসার্টে যোগ দেবেন কুমার বিশ্বজিৎ।  

অন্যদিকে স্বামী মইনুল ইসলাম খানকে নিয়ে ঘুরতে আমেরিকা ও কানাডায় গিয়েছিলেন কনকচাঁপা। এরই ফাঁকে ম্যানচেস্টারে গান শোনাতে যাবেন তিনিও।  

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।