[x]
[x]
ঢাকা, সোমবার, ৯ বৈশাখ ১৪২৫, ২৩ এপ্রিল ২০১৮

bangla news

সানির গানে গেইলের নাচ (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৭-১৭ ৫:১৭:২৫ পিএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ক্রিস গেইল দারুণ এক চরিত্র। ক্রিকেট মাঠে ব্যাটিংয়ের পাশাপাশি নাচ-গানেও মন কেড়েছেন তিনি।

বিভিন্ন পার্টিতে অনেকবার নাচতে দেখা গিয়েছে। এবার ‘রইস’ ছবিতে ব্যবহৃত সানি লিওনের আইটেম নাম্বার ‘লায়লা ম্যায় লায়লা’র তালে নাচতে দেখা গেলো গেইলকে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজেই নিজের নাচের সে ভিডিও শেয়ার করেছেন এই তারকা ক্রিকেটার। যেখানে দেখা যাচ্ছে, সাদা স্যুট ও স্নিকার পরে বলিউডি নাচের ঢেউ তুলছেন তিনি।

এখানেই শেষ নয়, ভিডিও শেয়ারের পাশাপাশি একটি চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছেন গেইল। বলেছেন, তার চেয়ে ভালো যে নাচতে পারবে তাকে ৫ হাজার মার্কিন ডলার পুরস্কার দেবেন তিনি। জয়ীর নাম ঘোষণা করা হবে ২৪ জুলাই।

* ‘লায়লা ম্যায় লায়লা’ গানে ক্রিস গেইলের নাচের ভিডিও:

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa