[x]
[x]
ঢাকা, বুধবার, ৮ অগ্রহায়ণ ১৪২৪, ২২ নভেম্বর ২০১৭

bangla news

শিপনের আরেকটি মিউজিক ভিডিও

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৭-১৭ ১২:৫৪:০০ পিএম
শিপন, ছবি: সংগৃহীত

শিপন, ছবি: সংগৃহীত

‘দেশা-দ্য লিডার’, ‘বিগ ব্রাদার’ ও ‘ইউটার্ন’ ছবিগুলো মুক্তি পেয়েছে। হাতে আছে আরও। বড়পর্দার নায়ক শিপন আছেন মডেলিংয়েও। আরেকটি গানের ভিডিওতে পাওয়া যাবে তরুণ এই নায়ককে।

সবশেষ ন্যানসির গাওয়া ‘ভালোবাসো বলেই’ গানটির ভিডিওতে ছিলেন শিপন। এতে তার সঙ্গে ছিলেন সোমা আফরোজ। নতুন মিউজিক ভিডিওতেও থাকছেন একই জুটি।তাদের পাশাপাশি দেখা যাবে ঝন্টু যোগী নামে আরেকজনকে।  

‘ভালোবাসা কি বদলায়’ শিরোনামে গানটিতে মডেল হয়েছেন শিপন-সোমা। জীবক বড়ুয়ার লেখা, রেমো বিপ্লবের সুরে নবাগত গায়ক মঈনের গাওয়া গানটির ভিডিও বানিয়েছেন চন্দন রয় চৌধুরী।

মিউজিক ভিডিওর দৃশ্যে শিপন ও সোমাশিপন জানান, মিউজিক ভিডিওতে একটি গল্প তুলে ধরা হয়েছে। কাহিনিটি চট্টগ্রামের জেলে অঞ্চলের দুই পরিবারের। এ কারণে দৃশ্যধারণও হয়েছে সেখানে। কিছু কাজ হয়েছে ঢাকায়।

বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে ‘ভালোবাসা কি বদলায়’-এর মিউজিক ভিডিও উন্মুক্ত করা হবে।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

FROM AROUND THE WEB
Loading...
Alexa