ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

বিনোদন

ঈদের দিনের আকর্ষণ মোশররফ ও প্রভা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪২ ঘণ্টা, জুন ২৬, ২০১৭
ঈদের দিনের আকর্ষণ মোশররফ ও প্রভা মোশাররফ করিম ও সাদিয়া জাহান প্রভা (ছবি: সংগৃহীত)

টেলিভিশনে ঈদ আয়োজনের অন্যতম আকর্ষণ নাটক ও টেলিছবি। জনপ্রিয় অভিনয়শিল্পী, জমজমাট গল্প আর আলোচিত নির্মাতাদের বানানো নাটক-টেলিছবি প্রচার হবে ঈদের সাতদিন।

ঈদের দিনের বিশেষ নাটক-টেলিছবির অন্যতম আকর্ষণ মোশাররফ করিম ও সাদিয়া জাহান প্রভা। আজ এই দুই শিল্পীর পৃথক চারটি করে নাটক-টেলিছবি প্রচার হবে।

অন্য শিল্পীদেরও এক বা একাধিক নাটক থাকছে আটটি চ্যানেলে।  

চ্যানেল আই
টেলিফিল্ম ‘বিগশট’ সকাল ১১টা ৩০ মিনিটে। রচনা ও পরিচালনা আরফান আহমেদ। অভিনয়ে জাহিদ হাসান, তৌকীর আহমেদ, মাহফুজ আহমেদ, আজাদ আবুল কালাম, ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, প্রভা পমুখ।

নাটক ‘থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন’ সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে। হুমায়ূন আহমেদের গল্প থেকে পরিচালনা করেছেন মেহের আফরোজ শাওন। অভিনয়ে প্রাণ রায়, স্পর্শিয়া, জয়ন্ত চট্টোপাধ্যায় প্রমুখ।

নাটক ‘মহারানী’ রাত ৯টা ৩৫ মিনিটে। পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে আজাদ, শশী।

এটিএন বাংলা
‘ভুলে ভেসে কূলে আসা’ রাত ৮টা ৫০ মিনিটে।   রচনা ও পরিচালনা হানিফ সংকেত। অভিনয়ে এ টি এম শামসুজ্জামান, আহমেদ রুবেল, মম, অপূর্ব, সারিকা।

টেলিফিল্ম ‘রং পেন্সিল’ রাত ১১টা ৪৫ মিনিটে। পরিচালনায় আবু হায়াত মাহমুদ।

একুশে টেলিভিশন
টেলিফিল্ম ‘একটি রাত’ সকাল ১১টায়। রচনা ও পরিচালনা রাকেশ বোস। অভিনয়ে সজল, প্রভা, সানজিদা মিলা।

ছবিয়াল ঈদ রি-ইউনিয়নের নাটক প্রচার হবে রাত ৯টা ৩০ মিনিটে।
 
এনটিভি
টেলিফিল্ম ‘দ্য পেইন্টার’ দুপুর ২টা ২০ মিনিটে। রচনা ও পরিচালনায় পারভেজ আমিন। অভিনয়ে কনিনীকা ব্যানার্জি, পার্থ বড়ুয়া।

নাটক ‘১৩৩৩’ রাত ৮টা ৫ মিনিটে। জীবনানন্দ দাশের কবিতা অবলম্বনে চিত্রনাট্য ও পরিচালনা ওয়াহিদ তারেক। অভিনয়ে নাঈম, নুসরাত ইমরোজ তিশা।

নাটক ‘লাইফ ইজ কালারফুল’ রাত ১১টা ৩০ মিনিটে। রচনা ও পরিচালনায় সাগর জাহান। অভিনয়ে মোশারফ করিম, ভাবনা প্রমুখ।

আরটিভি
‘আয়নাবাজি অরিজিনাল সিরিজের নাটক ‘ফুল ফোটানোর খেলা’ সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে। পরিচালনায় কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়।

নাটক ‘ঘাউরা মজিদ এখন শ্বশুরবাড়ি’ রাত ৮টা ৩৫ মিনিটে। রচনা আকাশ রঞ্জন, পরিচালনা শামীম জামান। অভিনয়ে মোশাররফ করিম, মম, জুঁই করিম।

নাটক ‘প্রিয় রঞ্জনা’ রাত ১১টা ০৫ মিনিটে। পরিচালনা গোলাম সোহরাব দোদুল। অভিনয়ে চঞ্চল চৌধুরী, তারিন।

টেলিফিল্ম ‘আহত পাখির গান’ রাত ১১টা ৪৫ মিনিটে। পরিচালনা অরণ্য আনোয়ার। অভিনয়ে মাহফুজ আহমেদ, সাদিকা জাহান প্রভা।
 
‘গোয়েন্দা ঘটক’ নাটকের দৃশ্যবাংলাভিশন
টেলিফিল্ম ‘গল্পটা কয়েক দিন পরের’ দুপুর ২টা ১০ মিনিটে। রচনা ও পরিচালনা মোহন খান। অভিনয়ে রিয়াজ, অহনা।

নাটক ‘বাইক ড্রাইভার’ সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে। পরিচালনা ইশতিয়াক আহমেদ রুমেল। অভিনয়ে সালাহউদ্দিন লাভলু, সাদিকা জাহান প্রভা।

নাটক ‘গোয়েন্দা ঘটক’ রাত ৮টা ৪০ মিনিটে। রচনা মেজবাহউদ্দিন সুমন, পরিচালনা সৈয়দ শাকিল। অভিনয়ে জাহিদ হাসান, মৌসুমী।

নাটক ‘পিকনিক’ রাত ১১টা ৫৫ মিনিটে। রচনা বিপাশা হায়াত, পরিচালনা তৌকীর আহমেদ। অভিনয়ে তৌকীর, মৌসুমী হামিদ।

বৈশাখী টেলিভিশন
নাটক ‘বউ যদি এমন হয়’ সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে। রচনা সম্রাট জাহাঙ্গীর, পরিচালনা নিলয় মাসুদ। অভিনয়ে মীর সাব্বির, ইভানা, আব্দুল্লাহ রানা।

নাটক ‘বুলির বেলকনি’ রাত ৮টা ৪৫। রচনা ও পরিচালনা শামস করিম। অভিনয়ে মোশাররফ করিম, শার্লিন।

নাটক ‘প্রথম প্রেমের কাব্য’ রাত ১০টা ৩০ মিনিটে। পরিচালনা অনন্য ইমন। অভিনয়ে তৌসিফ, নাদিয়া নদী।
 
দেশ টিভি
নাটক ‘শূন্য ঘরের ছাদ’ সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে। রচনা ও পরিচালনা নিয়াজ নাদভী। অভিনয়ে ইরেশ যাকের, উর্মিলা শ্রাবন্তী কর।

নাটক ‘হোটেল বিলাসবহুল’ রাত ৮টা ৪৫ মিনিটে। রচনা ও পরিচালনা অনিমেষ আইচ। অভিনয়ে মোশাররফ করিম, সাজু খাদেম, আশনা হাবিব ভাবনা।

বাংলাদেশ সময়: ০৮৩৭ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।