[x]
[x]
ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪২৫, ২০ এপ্রিল ২০১৮

bangla news

ছবি কম, নেতা বেশি: ওমর সানি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৬-১৮ ১২:৪২:১০ পিএম
ওমর সানী, ছবি: সংগৃহীত

ওমর সানী, ছবি: সংগৃহীত

যৌথ প্রযোজনা ইস্যুতে আলোচনা-সমালোচনা বাড়ছে। ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘বস টু’ এই বিতর্কে নতুন হাওয়া দিয়েছে। সব মিলিয়ে এফডিসি ও কাকরাইল পাড়ায় বিরাজ করছে উত্তেজনা। যৌথ প্রযোজনার ছবির অনিয়মের বিরুদ্ধে এই মূহুর্তে (১৮ জুন দুপুর) এফডিসিতে চলছে অবস্থান ধর্মঘট।

এদিকে যৌথ প্রযোজনা ইস্যুতে কথা বলেছেন অভিনেতা ওমর সানি। তিনি বলেছেন, ‘আগে আমাদের চলচ্চিত্র, তারপর ভিন্ন দেশ। যৌথ সমবন্টনে আমরা বিশ্বাসী, প্রতারণায় নয়। আমরা আপনাদের (কলকাতা) শত্রু নই, আপনারাও আমাদের শত্রু না ।’

ওমর সানি দেশীয় চলচ্চিত্র নির্মাতাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘আপনারা হিট, সুপার হিট ছবি উপহার দেওয়ার চেষ্টা করুন এবং দেখান। শিল্পীরা হচ্ছে কালার, যে পাত্রে দিবেন সেটাই ধারণ করবে। একজনের ওপর নির্ভর কেন করছি, একজনের ওপর নির্ভর না করে আরেকজন বানাতে পারি না কেন?’

চলচ্চিত্রে এখনকার প্রবণতা নিয়ে সানি বলেন, ‘আমরা একজন আরেক জনের দোষ ধরা নিয়ে ব্যস্ত থাকি। ৯০ দশকে যখন ছবি হতো বেশি তখন নেতা ছিলো কম। এখন ছবির সংখ্যা কম নেতার সংখ্যা বেশি। আমরা এগুলো ছাড়ি। আসুন আমাদের চলচ্চিত্রকে বাঁচাই, আমরা নিজেরাও বাঁচার চেষ্টা করি।’

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, জুন ১৮, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa