ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

বিনোদন

‘পারেশান’ গায়িকা শালমালীর বাংলা গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, জুন ১৬, ২০১৭
‘পারেশান’ গায়িকা শালমালীর বাংলা গান শালমালী খোলগাড়ে

‘ইশকজাদে’ ছবির ‘পারেশান’ গানটি গেয়ে বলিউডে অভিষেক। বলতে গেলে রাতারাতি জনপ্রিয়তা পান তিনি। এরপর ‘লাত লাগ গায়ি’, ‘বেবি কো বেজ পাসান্দ হ্যায়’, ‘বালাম পিচকারি’— প্রভৃতি গান গেয়েছেন শালমালী খোলগাড়ে। এবার বাংলাদেশের একটি গানে কণ্ঠ দিয়েছেন শালমালী। 

শালমালীর জন্য ‘একা একা বহুকাল’ শিরোনামের গানটি তৈরি করেছেন আহম্মেদ হুমায়ূন। এর লিখেছেন রাকিব হাসান রাহুল।

 

হুমায়ূন জানান, ১২ জুন ভারতের মুম্বাইয়ের এক স্টুডিওতে গানটির রেকর্ডিং করা হয়। ঈগল মিউজিকের ব্যানারে ঈদ উপলক্ষে প্রকাশ হবে এটি।  

ভিডিওবার্তায় ২৯ বছর বয়সী গায়িকা শালমালী বলেছেন, ‘আমি আসলে যে ধরনের গান গাইতে স্বাচ্ছন্দ্যবোধ করি, এটি তেমনই। খুব ভালো বাংলা না বুঝলেও কথাগুলো মনে ধরেছে। ’

হুমায়ূন বলেন, ‘একটু ভিন্ন আমেজের গান এটি। চেষ্টা করেছি শ্রোতাদেরকে নতুন কিছু দেওয়ার। আশা করি সবার খুব ভালো লাগবে। ’ 

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জুন ১৬, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।