[x]
[x]
ঢাকা, বুধবার, ২৯ অগ্রহায়ণ ১৪২৪, ১৩ ডিসেম্বর ২০১৭

bangla news

সারা অভিনয় করুক, চান না সাইফ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৬-১৬ ৩:৫০:৫৩ পিএম
সাইফ আলী খান ও সারা আলী খান (ছবি: সংগৃহীত)

সাইফ আলী খান ও সারা আলী খান (ছবি: সংগৃহীত)

নানা জল্পনা-কল্পনা শেষে অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখছেন সারা আলী খান। এতে তার বিপরীতে থাকছেন সুশান্ত সিং রাজপুত। কিন্তু মেয়ের ছবিতে অভিনয়ের সিদ্ধান্তে সম্ভবত খুশি নন সাইফ আলী খান।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সাইফ জানান, ‘আমি কিছুটা নার্ভাস। ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় ভয়টা হচ্ছে ড্রাইভিং ফ্যাক্টর। সে (সারা) কেনো এটি চাইছে? সে কোথা থেকে লেখাপড়া করেছে খেয়াল করুন। লেখাপড়া শেষ করে নিউইয়র্কে থেকে চাকরি না করে সে কেনো এটি করছে? আমি অভিনয়কে ছোট করে দেখছি না। কিন্তু এটি কোনো স্থিতিশীল পেশা নয়। সবাই সবসময় ভয়ে থাকে। আপনার সবটুকু উজার করে দিয়ে যে আপনি সফল হবেন তার কোনো নিশ্চয়তা নেই। কোনো মা-বাবাই চাইবে না তাদের সন্তানের এমন জীবন হোক।’

বলিউডের এই অভিনেতা আরও বলেন, ‘না, সারার ছবিতে অভিনয়ের সিদ্ধান্তে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। তবে কোনো পরামর্শ দরকার হলে আমি তার সঙ্গে কথা বলার জন্য আছি। আমি জানি সে কি করছে এবং আমরা অন্যান্য বিষয়ের মতো ছবি নিয়েও কথা বলি।’

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জুন ১৬, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

FROM AROUND THE WEB
Alexa