[x]
[x]
ঢাকা, সোমবার, ২৭ অগ্রহায়ণ ১৪২৪, ১১ ডিসেম্বর ২০১৭

bangla news

কপিলের শো’তে ফিরছেন সুনীল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৬-১৬ ১:৫৭:৪৮ পিএম
সুনীল গ্রোভার (ছবি: সংগৃহীত)

সুনীল গ্রোভার (ছবি: সংগৃহীত)

তবে কি আমে দুধে মিশে গেলো? মনোমালিন্য মিটিয়ে কি ভাব করে নিয়েছেন দুই তারকা? কথা হচ্ছে- জনপ্রিয় দুই কমেডিয়ান কপিল শর্মা ও সুনীল গ্রোভারকে নিয়ে। শোনা যাচ্ছে, আবার ‘দ্য কপিল শর্মা শো’তে ফিরছেন সুনীল।

সম্প্রতি প্রকাশিত একাধিক প্রতিবেদনে জানা যায়, সব মনোমালিন্য ভুলে পুনরায় ‘দ্য কপিল শর্মা শো’তে ফিরছেন সুনীল। তবে চমকপ্রদ তথ্য হলো- শুধু একটি পর্বেই ড. গুলাটি চরিত্রে পাওয়া যাবে সুনীলকে।

আগামী ২৫ জুন মুক্তি পাবে সালমান খান অভিনীত ‘টিউবলাইট’। যার প্রচারণার জন্য ‘দ্য কপিল শর্মা শো’তে হাজির হবেন বলিউডের এই সুপারস্টার। আর এই বিশেষ পর্বের জন্যই সুনীলকে এনে স্পেশাল চমক দিলো চ্যানেল কর্তৃপক্ষ।

কয়েক মাস আগে মধ্য আকাশে বিমানের মধ্যে মদ্য পান করে সুনীল গ্রোভারকে অকথ্য ভাষায় গালাগালি করেছিলেন কপিল শর্মা। এরপরই ‘দ্য কপিল শর্মা শো’ ছেড়ে দেন সুনীল। এ নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন কপিল।  

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জুন ১৬, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

FROM AROUND THE WEB
Alexa