[x]
[x]
ঢাকা, মঙ্গলবার, ২৮ অগ্রহায়ণ ১৪২৪, ১২ ডিসেম্বর ২০১৭

bangla news

গল্পের স্বার্থে মডেল হলেন স্ত্রী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৬-১৬ ১:১৬:২৯ পিএম
স্ত্রী রেহেনার সঙ্গে গায়ক সাব্বির

স্ত্রী রেহেনার সঙ্গে গায়ক সাব্বির

বিয়ে বার্ষিকী উপলক্ষে নতুন গান-ভিডিও প্রকাশ করেছেন সংগীতশিল্পী সাব্বির জামান। আর এতে তিনি প্রাধান্য দিয়েছেন জীবনসঙ্গীকেই। সাব্বিরের গানটির ভিডিওতে মডেল হয়েছেন তারই সহধর্মিনী রেহেনা জামান। 

ক্লোজআপ ওয়ান তারকা সাব্বির অনেক দিন ধরেই নতুন কোনও চমকের সঙ্গে নেই। না অডিও, না ভিডিও। এবার ‘ঢলে ঢলে’ শিরোনামের গান-ভিডিওর মাধ্যমে নির্বতা ভাঙলেন। 

জীবক বড়ুয়ার কথায় এতে যৌথভাবে সুর দিয়েছেন সাব্বির ও শুভ। গানটির সংগীতায়োজন করেছেন সাব্বির নিজেই। আর এটি প্রকাশ হয়েছে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে।

স্ত্রীকে নিয়ে ভিডিওটি তৈরি প্রসঙ্গে সাব্বির বললেন, ‘প্রথমে একজন প্রফেশনাল মডেল নিয়ে ভিডিওটি করার কথা ছিলো। পরে দেখলাম গানটির গল্পে যে দৃশ্যগুলো দাবি করে সেগুলোতে আমি অন্য মডেলের সঙ্গে স্বাভাবিক অভিনয়টা করতে পারবো না। তাই গল্পের স্বার্থেই স্ত্রীকে মডেল হিসেবে বেছে নিই।’

* ‘ঢলে ঢলে’ গানের ভিডিও:

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, জুন ১৬, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

FROM AROUND THE WEB
Alexa