ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

বিনোদন

৭০তম কান চলচ্চিত্র উৎসব

স্বর্ণপাম জিতলো ‘দ্য স্কয়ার’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, মে ২৮, ২০১৭
স্বর্ণপাম জিতলো ‘দ্য স্কয়ার’ জুলিয়েট বিনোশ, রুবেন অস্টলুন্ডের ও পেদ্রো আলমোদোভার (ছবি: সংগৃহীত)

কান চলচ্চিত্র উৎসবের ৭০তম আসরে সর্বোচ্চ পুরস্কার পাম দ’র অর্থাৎ স্বর্ণপাম জিতলো সুইডিশ পরিচালক রুবেন অস্টলুন্ডের ‘দ্য স্কয়ার’।

রোববার (২৮ মে) রাত সোয়া ৮টায় (বাংলাদেশ সময় রাত সোয়া ১১টায়) উৎসবের মূলকেন্দ্র পালে দো ফেস্টিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে এ ঘোষণা দেওয়া হয়।

পরিচালক রুবেনের হাতে স্বর্ণপাম তুলে দেন ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ ও প্রতিযোগিতা বিভাগের বিচারকদের সভাপতি স্প্যানিশ নির্মাতা পেদ্রো আলমোদোভার।

ছবি: সংগৃহীতএক নজরে কান পুরস্কার-২০১৭
পাম দ’র:
দ্য স্কয়ার (রুবেন অস্টলুন্ড, সুইডেন)
গ্র্যাঁ প্রিঁ: ১২০ বিটস পার মিনিট (রবিন ক্যাম্পিলো, ফ্রান্স)
জুরি প্রাইজ: লাভলেস (আন্দ্রেই জিয়াগিন্তসভ, রাশিয়া)
সেরা অভিনেতা: জোয়াক্যু ফিনিক্স (ইউ ওয়্যার নেভার রিয়েলি হিয়ার, ব্রিটেন)
সেরা অভিনেত্রী: ডায়েন ক্রুজার (ইন দ্য ফেড, জার্মানি)
সেরা পরিচালক: সোফিয়া কপোলা (দ্য বিগাইল্ড)
সেরা চিত্রনাট্যকার (যৌথভাবে): লিন রামসে (ইউ ওয়্যার নেভার রিয়েলি হিয়ার) এবং গ্রিসের ইওর্গস লানতিমস (দ্য কিলিং অব দ্য স্যাক্রেড ডিয়ার)
ক্যামেরা দ’র: লিওনর সেরাইল (ইয়াং ওম্যান, ফ্রান্স)
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: অ্যা জেন্টেল নাইট (কিয়াই ইউ ইয়াং, চীন)
৭০তম বার্ষিকী পুরস্কার: নিকোল কিডম্যান

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, মে ২৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।