ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

বিনোদন

মালেক আফসারীর প্রশ্ন

‘কার বুদ্ধিতে চলেন’ শাকিব খান?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
‘কার বুদ্ধিতে চলেন’ শাকিব খান? শাকিব খান ও মালেক আফসারী (ছবি: সংগৃহীত)

চলচ্চিত্র পাড়ায় অনেককেই বলতে শোনা যায়, শাকিব খানকে সঠিক পরামর্শ দেওয়ার তেমন কেউ নেই। নায়কের আশপাশে যারা থাকেন, তারা কেবল প্রশংসাস্তুতি নিয়ে ব্যস্ত। কিংখানের সঠিক সমালোচনা কেউ করেন না। অপু বিশ্বাসের পর এই নায়কের বিরুদ্ধে এবার ফুঁসে উঠেছেন নির্মাতারা। এ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন ‘সুপারস্টার’।

এবার চিত্রনায়ক শাকিবের বিরুদ্ধে মুখ খুলেছেন জনপ্রিয় নির্মাতা মালেক আফসারী। এই জুটির সবশেষ ছবি ‘ফুল অ্যান্ড ফাইনাল’।

শাকিব খান বনাম চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বন্দ্ব ইস্যুতে তীর্যক বক্তব্য দিয়েছেন এই নির্মাতা।  

নিজের ফেসবুকে ‘মাস্টার মেকার’খ্যাত পরিচালক মালেক আফসারী শাকিবের নামোল্লেখ না করে লিখেছেন, ‘হ্যালো মিস্টার আপনি হয়তো ভাবছেন (মাত্র ৪ দিন আগে ) ফোনে এতো বোঝালাম, নতুন ছবির অফার দিলাম, তবুও কেনো আপনার বিরুদ্ধে কথা বলছি ! কারণ একটাই, আপনি আমার ভাই-ব্রাদারকে অসম্মান করেছেন। মিস্টার জানিনা কার বুদ্ধিতে চলেন? আগে ঘর (এফডিসি) ঠিক করুন। পরে কলকাতা জয় করুন। ভুলে যাবেন না,  আপনি প্রথম হিরো না যে কলকাতা জয় করছে? ফেরদৌস প্রথম আপনি দ্বিতীয়। ’

মালেক আরও লিখেছেন, ‘ফেরদৌস ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। দাদাদের ষড়যন্ত্রের শিকারে, আপনিও একদিন আসবেন। আর একটা কথা, বহুবার আপনার লোকের মুখে শুনেছি আপনি আমাকে ছবি পাইয়ে দিয়েছেন হার্ট বিট প্রডাকশনের ? এর মানে কি মিস্টার ?...আপনি নিজের প্রয়োজনে দুই বার আমার বনানীর বাসায় এসেছেন। আমি আপনার বাসা চিনি না আপনি আমার বাসা চেনেন। ’

‘এই ঘর এই সংসার’-এর নির্মাতা স্ট্যাটসটির সমাপ্তি টেনেছেন এভাবে, ‘…আমার চোখের সামনে নায়ক রাজরাজ্জাক, আলমগীর, সোহেল রানা, ফারুক উজ্জ্বল, জাফর ইকবাল, ইলিয়াস কাঞ্চন, রুবেল, সালমান শাহ এবং মহানায়ক মান্নাকে দেখেছি। সবাই এফডিসিকে নিজের ঘর মনে করতেন। এক আপনাকে দেখলাম ঘরের মানুষদের পর করে দিতে...আর ওই দূরে সরে যেতে...। ’

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।