ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

বিনোদন

লাকী আখন্দকে স্মরণ

নাগরিক শোকসভার প্রস্তুতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
নাগরিক শোকসভার প্রস্তুতি লাকী আখন্দ (ছবি: সংগৃহীত)

সংগীতজ্ঞ লাকী আখন্দ পাড়ি জমিয়েছেন পরপারে। দীর্ঘ সংগীত জীবনে তিনি রেখে গেছেন কালজয়ী সব গান। সদ্যপ্রয়াত এই কিংবদন্তিকে স্বরণ করবেন দেশবাসী। এরই অংশ হিসেবে অনুষ্ঠিত হবে নাগরিক শোকসভা।

লাকীর স্বরণে নাগরিক শোকসভার আয়োজনের পেছনে কোনো নির্দিষ্ট সংগঠন থাকছে না। এর সমন্বয়ক গীতিকবি আসিফ ইকবাল বাংলানিউজকে জানান, সব সংগঠন মিলে একটি নাগরিক সভা হবে।

প্রাথমিক আলোচনায় তারা এমন সিদ্ধান্তে পৌঁছেছেন। তবে নাগরিক শোকসভার দিনক্ষণ ধার্য হয়নি।

এদিকে লাকী আখন্দের ঘনিষ্টজন এরশাদুল হক টিংকু জানান, সোমবার (২৪ এ্রপ্রিল) লাকীর বাসায় বাদ আসর কুলকানি শেষে নাগরিক সভার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ২১ এপ্রিল ক্যানসারের কাছে হার মেনে মৃত্যুবরন করেছেন লাকী আখন্দ। রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়েছে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে ।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
এসও/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।