Alexa
ঢাকা, শনিবার, ১৫ বৈশাখ ১৪২৪, ২৯ এপ্রিল ২০১৭
bangla news
symphony mobile

বিয়ে নম্বর ৪

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৪-২১ ৩:৩৩:৪৯ পিএম
অ্যাঞ্জেলিনা জোলি (ছবি: সংগৃহীত)

অ্যাঞ্জেলিনা জোলি (ছবি: সংগৃহীত)

মাত্র সাত মাস আগে বিচ্ছেদ হয়েছে প্রাক্তন দম্পতি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির। তবে শোনা যাচ্ছে, খুব শিগগিরই না-কি ফের বিয়ে করছেন জোলি। এবার স্বামী হিসেবে বেছে নিচ্ছেন ব্রিটিশ ধনাঢ্য এক ব্যক্তিকে।

ইনটাচ, হলিউডলাইফ ও ওকে ম্যাগাজিনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, সুদর্শন এক ব্রিটিশ নাগরিকের সঙ্গে চতুর্থবারের মতো বিয়ে বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’খ্যাত এই তারকা। তবে তার নাম-পরিচয় এখনও জানা যায়নি। শোনা যাচ্ছে, তিনি একজন ব্যবসায়ী ও রাজনীতিক।

এখানেই শেষ নয়, হবু স্বামীর সঙ্গে মালিবুতে অবস্থিত নিজের বাড়িতে কয়েকবার না-কি দেখাও করেছেন জোলি।

অ্যাঞ্জেলিনা জোলি (ছবি: সংগৃহীত)এ প্রসঙ্গে জোলির একটি ঘনিষ্ঠসূত্র বলছে, স্বামীর সঙ্গে বিচ্ছেদ ও ছয় সন্তানের দায়িত্ব গ্রহণ নিয়ে কয়েকদিন ধরেই বেশ বিষন্ন ছিলেন জোলি। কিন্তু ওই ব্রিটিশ সঙ্গীর সঙ্গে দেখা হওয়ার পর অনেকটাই কেটে গেছে সে বিষন্নতা। মালিবুতে অবস্থিত নিজের বাড়িতে বসে ডিনার ডেট, মদ্যপান ও আড্ডা দেন তারা। তবে জনসম্মুখে বের হন না।
 
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, ২১, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

You May Like..