ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

বিনোদন

স্টাইলিস ‘রংবাজ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৯, এপ্রিল ১৯, ২০১৭
স্টাইলিস ‘রংবাজ’ শাকিব খান, ছবি: সংগৃহীত

গলায় উল্কি, ইংরেজি অক্ষরে লেখা ‘রংবাজ’, কানে দুল, চোখে রঙিন সানগ্লাস, ছোট করে ছাঁটা চুল-দাঁড়ি— এই বেশ নিয়েছেন আলোচিত চিত্রনায়ক শাকিব খান। নতুন ছবি ‘রংবাজ’-এর ফার্স্টলুক-এ এভাবেই ধরা দিলেন দেশীয় চলচ্চিত্রের ‘সুপারস্টার’।

শাকিব খান ও শবনম বুবলী অভিনীত ‘বসগিরি’ ছবিটি আলোচিত হয়। এরই ধারাবাহিকতায় তৈরি হচ্ছে ‘রংবাজ’।

পরিচালক যথারীতি শামীম আহমেদ রনী। নাম ঘোষণার পর থেকে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে এগোচ্ছে ছবিটির কাজ। সব ছাপিয়ে ছবিটি এখন শুটিংয়ে, পাবনায়।

‘রংবাজ’ ছবির ফার্স্টলুক পোস্টারে শাকিব খান১৯ এপ্রিল নির্মাতা প্রকাশ করলেন ‘রংবাজ’-এর ফার্স্টলুক পোস্টার। শাকিব-বুবলীর পাশাপাশি এতে অভিনয় করছেন নূতন, সাদেক বাচ্চু, রজতাভ দত্ত প্রমুখ। ছবির খলনায়ক চরিত্রটি নিয়ে চমক দেওয়া হবে বলে জানান রনি। আসছে ঈদুল ফিতরে মুক্তি দেওয়া হবে এটি।  

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।