ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

বিনোদন

টুইংকেল এখন পুরোদস্তুর লেখিকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
টুইংকেল এখন পুরোদস্তুর লেখিকা টুইংকেল খান্না (ছবি: সংগৃহীত)

‘বরসাত’ ছবির মাধ্যমে ১৯৯৫ সালে বলিউডে পা রেখেছিলেন টুইংকেল খান্না। এরপর ‘ইন্টারন্যাশনাল খিলাড়ি’, ‘বাদশা’, ‘জুলমি’, ‘ইয়ে হ্যায় মুম্বাই মেরি জান’, ‘চল মেরে ভাই’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। সবশেষ ২০০১ সালে ‘লাভ কে লিয়ে কুছ ভি করেগা’ ছবিতে দেখা গেছে বলিউডের এই অভিনেত্রীকে। ওই বছরই অক্ষয় কুমারকে বিয়ে করেন তিনি।

বর্তমানে লেখালেখি করে দিন কাটে প্রাক্তন এই অভিনেত্রীর। কিন্তু অভিনয় ছেড়ে কেনো লেখিকা হয়েছেন, এতোদিনে এর উত্তর জানালেন অক্ষয়পত্নি।

বাবা বলিউডের কিংবদন্তি অভিনেতা রাজেশ খান্নার ইচ্ছাতেই না-কি লেখিকা হয়েছেন তিনি।

এ প্রসঙ্গে টুইটারে ৪২ বছর বয়সী এই অভিনেত্রী লিখেছেন, ‘আমার লেখা কবিতা শুনে বাবা (রাজেশ খান্না) সবসময় বলতেন আমার লেখিকা হওয়া উচিত। ’

‘মিসেস ফানিবোনস’ ও ‘দ্য লিজেন্ড অব লক্ষ্ণী প্রসাদ’ নামে দু’টি বই লিখেছেন টুইংকেল। শুধু অভিনেত্রী ও লেখিকা নন, ইন্টেরিয়র ডিজাইনার হিসেবেও কাজ করছেন  বলিউডের এই অভিনেত্রী।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।