[x]
[x]
ঢাকা, সোমবার, ৪ আষাঢ় ১৪২৫, ১৮ জুন ২০১৮

bangla news

বৈশাখে আনন্দদিনে ‘বেগমজান’ বিদ্যা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৩-১৪ ১২:২০:৩৪ পিএম
বিদ্যা বালান (ছবি: সংগৃহীত)

বিদ্যা বালান (ছবি: সংগৃহীত)

‘জাতিস্বর’, ‘রাজকাহিনী’, ‘জুলফিকার’খ্যাত নির্মাতা সৃজিত মুখার্জি তৈরি করেছেন হিন্দি ছবি। এর নাম ‘বেগমজান’। ‘রাজকাহিনী’র চিত্রনাট্য নিয়েই হয়েছে এটি। নাম ভূমিকায় অভিনয় করেছেন বিদ্যা বালান। এখন এর প্রচার নিয়ে ব্যস্ত তিনি। 

‘বেগমজান’-এর প্রচারে সম্প্রতি কলকাতা শহর ঘুরে গেলেন তিনি। এ সময় বিদ্যা অংশ নিয়েছেন বিভিন্ন অনুষ্ঠানে।
  
কলকাতার ম্যাগাজিন পত্রিকা ‘আনন্দদিন’কে সময় দিলেন ‘বেগমজান’-এর বিদ্যা। লম্বা সময় নিয়ে অংশ নিলেন এক্সক্লুসিভ ফটোশুটে। পত্রিকাটির বাংলা নববর্ষ সংখ্যার প্রচ্ছদে দেখা যাবে বিদ্যা বালানকে।

বিদ্যা বালান ও বাশারুল মুন্না (ছবি: সংগৃহীত)‘আনন্দদিন’ সম্পাদক বাশারুল ইসলাম মুন্না জানান, ফটোশুটের পাশাপাশি দীর্ঘ আলাপে অংশ নিয়েছেন বিদ্যা। ম্যাগাজিনের একই সংখ্যায় থাকছে বিদ্যার সাক্ষাৎকার। 

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa