ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

বিনোদন

ভাষার মাসে দু’দিন ‘ক্রাচের কর্নেল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
ভাষার মাসে দু’দিন ‘ক্রাচের কর্নেল’ ‘ক্রাচের কর্নেল’ নাটকের দৃশ্য

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি) ঘিরে পরপর দু’দিন মঞ্চস্থ হবে ‘ক্রাচের কর্নেল’ নাটকটি।

গত বছরের ডিসেম্বরে বটতলা মঞ্চে এনেছে এটি। ঢাকা ও ঢাকার বাইরের মঞ্চে নাটকটি দর্শক সমাদৃত হয়েছে।

এরই ধারাবাহিকতায় ভাষা আন্দোলনের এই মাসে পরপর দু’দিন দেখা যাবে নাটকটি। ২৪ ও ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে থাকছে ‘ক্রাচের কর্নেল’-এর ৫ম ও ৬ষ্ঠ প্রদর্শনী। এটি বটতলার ৯ম প্রযোজনা।

শাহাদুজ্জামানের উপন্যাস থেকে ‘ক্রাচের কর্নেল’- এর নাট্যরূপ দিয়েছেন সামিনা লুৎফা নিত্রা ও সৌম্য সরকার। নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। নাটকটিতে দেশের ইতিহাসের এক অস্থির সময়কে তুলে ধরা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।