ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

বিনোদন

গল্পের শহরে বালাম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৩৯, ফেব্রুয়ারি ৮, ২০১৭
গল্পের শহরে বালাম বালাম, ছবি: রাজীন চৌধুরী -বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘প্রতিটি অ্যালবামের পেছনে অনেক সাধনা জড়িয়ে থাকে। গানগুলোর পেছনে থাকে অক্লান্ত পরিশ্রম। প্রায় চার বছর পর আমি অ্যালবাম প্রকাশ করছি। সত্যিই খুব ভালো লাগছে’— কথাগুলো বলেছেন জনপ্রিয় সংগীতশিল্পী বালাম। 

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তিনি। ভালোবাসা দিবস উপলক্ষে ‘ভালোবাসার উৎসবে’ আয়োজনে বরি ইয়ন্ডার প্রকাশ করছে বেশ কিছু অ্যালবাম ও গান।

শিল্পীদের মধ্যে বালামসহ আরো কয়েকজনের একক বের হচ্ছে, আছে একক গানও। বালামের নতুন পূর্ণাঙ্গ অ্যালবামটির নাম ‘গল্পের শহর’।  

অন্য শিল্পী তালিকায় আছেন শফিক তুহিন, হৃদয় খান, তানজিব সারোয়ার, আহমেদ রাজীব, ব্যান্ড শুণ্য প্রমুখ। প্রকাশ হয়েছে শূন্যর ‘শুধু আমার’, রবি সেরা প্রতিভার অ্যালবাম ‘প্রতিভার আলো’ ও সিলভার লাইটস’র ‘ব্যস্ত শহর’।

আয়োজনে রয়েছে হৃদয় খানের ‘জানিনা বুঝিনা’, সুরাঞ্জলীর ব্যানারে মুন ফিচারিং মালার নতুন একক গান ‘তোর মনেতে’, শাকের রাজা ফিচারিং মালার একক গান ‘কোন রঙে’, ইউ ফ্যাক্টরের ব্যানারে আহমেদ রাজীব ফিচারিং ‘পূর্ব-পশ্চিম’, ডিজে একেএস ফিচারিং পারভেজেরর একক গান ‘আজ আবার’, রিকস রেকর্ডসের ব্যানারে নেওয়াজ মাহতাবের একক গান ‘ছোট কোনো গল্প’, সিএমভির ব্যানারে কনার একক গান ‘ইশারা’।

‘ভালোবাসার উৎসব’ শীর্ষক অনুষ্ঠান, ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কমআরো আছে গানচিলের ব্যানারে অটামনাল মুন ফিচারিং সালমার ‘আমি গানের পাখি রে’, সামিনা চৌধুরীর ‘আমার চিলেকোঠা মন’, মুনের একক ‘তুই কি আমার সুখে থাকার অসুখ হবি’, এছাড়া রয়েছে মিনার’র গাওয়া ‘তা জানিনা না’।

সংবাদ সম্মেলনে শিল্পীদের পাশাপাশি উপস্থিত ছিলেন রবি আজিয়াটা লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল আলম, ইয়ন্ডার মিউজিকের কান্ট্রি ম্যানেজার ইমরুল করিম, করপোরেট ও কমিউনিকেশনের ভাইস প্রেসিডেন্ট একরাম কবির প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।