ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

বিনোদন

আমেরিকায় বলিউডের সাম্রাজ্য বিস্তার

আরিফ আরমান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১০
আমেরিকায় বলিউডের সাম্রাজ্য বিস্তার

মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয়দের সংখ্যা এখন প্রায় ২৫ লাখ। এদের অধিকাংশই সচ্ছল জীবনযাপন করেন।

এ কারণে রুপালি পর্দা তাদের হাতছানি দেয়। অবসর পেলে মজে যান নিজের দেশের সিনেমায়। তাদের চাহিদা কারণেই বলিউডের বিনোদন বেশ ভালো জায়গা করে নিয়েছে আমেরিকার সিনেমাগুলোতে। আর ভারতীয়দের অনুসরণ করে হিন্দি সিনেমার টানে আমেরিকানরাও ইদানীং ভিড় জমাচ্ছে সিনেমা হলগুলোতে। তবে শুধু বলিউডধর্মী ছবিই নয়, ভারতের অন্যান্য রাজ্য, বিশেষ করে দণি ভারতের তামিল, তেলেগু, এমনকি বাংলা ভাষার ছবিও দেখছেন তারা।

তাই ভারতীয় সিনেমাকে যুক্তরাষ্ট্রের বাজারে নিয়ে এসে ইতিমধ্যেই দারুণ ব্যবসা শুরু করেছে বিখ্যাত ভারতীয় ব্যবসায়ী অনিল আম্বানির মুম্বাইভিত্তিক সংস্থা ‘রিলায়েন্স’-এর সহযোগী মাল্টিপ্লেক্স কোম্পানি ‘বিগ সিনেমাস’৷ গত ১৮ মাসে প্রায় ১৮টি সিনেমা হল খুলেছে তারা আমেরিকায়। লস এঞ্জেলেস, সান জোসে, সিয়াটল, ডালাস, হিউস্টন, মায়ামি এবং টাম্পা শহরে স্থাপিত এই সিনেমা হলগুলো সবসময়ই থাকে হাউসফুল৷

এছাড়া যুক্তরাষ্ট্রে ভারতীয় জনগোষ্ঠীকে আকর্ষণ করতে ‘ওয়ান-স্টপ শপ’ খুলেছে রিলায়েন্স৷ এর মাধ্যমে ভারতে ছবি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই পৌঁছে যাচ্ছে যুক্তরাষ্ট্রে৷ এখানেই শেষ নয়, জানা গেছে ভবিষ্যতে শুধু ছায়াছবিই নয়, বড় ক্রিকেট ম্যাচ এবং ‘ডান্সিং উইথ দ্য স্টারস’-র মতো জনপ্রিয় টেলিভিশন শোগুলোও সিনেমা বা থিয়েটার হলে দেখানোর পরিকল্পনা করছে ‘বিগ সিনেমাস’

সূত্র : ডয়েচে ভেলে

বাংলাদেশ স্থানীয় সময় ২০২৩, আগস্ট ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।